ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটা টেস্ট খেলে ফেলেছেন তিনি। কিন্তু সম্প্রতি এজবাস্টনে যেভাবে ইংল্যান্ডকে তিনি ধরাশয়ী করেছেন তারপর থেকে টানা চর্চা চলছে আকাশদীপকে নিয়ে।
2
8
দ্বিতীয় ম্যাচের শেষে সুপার হিরো আকাশ দীপই৷ তৃতীয় টেস্টেও দেশজুড়ে আলোচিত হচ্ছেন তিনি। তবে আকাশ দীপের সাফল্য কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে সংগ্রামের গল্পও৷
3
8
আকাশ দীপ মূলত বিহারের বাসিন্দা৷ ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর বিহারের সাসারাম জেলার দেহরি গ্রামে জন্ম হয় তাঁর। বাবা রামজি সিং ছিলেন স্কুল শিক্ষক। ১৬ বছর বয়সে বাবা এবং মাত্র ৬ মাস পরে বড় ভাই মারা গেলে কার্যত ভেসে গিয়েছিল সংসার।
4
8
ছোট থেকে ক্রিকেটের নেশা থাকলেও জোড়া ধাক্কার জেরে সেই সময় আকাশের জীবন থেকে তিন বছরের জন্য উধাও হয়ে গিয়েছিল ব্যাট-বল। বাবার মৃত্যুর পরে, তাঁর মা তাঁকে উৎসাহিত করেন।
5
8
আকাশ দীপ প্রাথমিক শিক্ষা বিহার থেকেই সম্পন্ন করেন। তারপর চলে আসেন বাংলায়। ক্রিকেট খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান পশ্চিমবঙ্গে থেকেই। প্রাথমিক আয় ছিল টেনিস বল ক্রিকেট। কিন্তু সৌরভ গাঙ্গুলির ভিশন ২০২০ বদলে দেয় আকাশদীপের ভাগ্য।
6
8
২০১৯ সালের সেপ্টেম্বরে, আকাশদীপ বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ অভিষেক করেন এবং ২০১৯ সালের ডিসেম্বরে, রঞ্জি ট্রফিতে তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।
7
8
২০২৪ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে আকাশদীপের অভিষেক হয়েছিল, কিন্তু এজবাস্টন টেস্টে তাঁর পারফর্মেন্স ছিল দুর্দান্ত। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে দু’ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া।
8
8
ম্যাচের পর আকাশ দীপ জানান, এই ম্যাচটা এবং তাঁর পারফরম্যান্স তাঁর বোনকে উৎসর্গ করছেন তিনি। জানা গিয়েছে, ক্যান্সারের সাথে লড়াই করছেন আকাশদীপের বোন।