ফের লকডাউনের মতো পরিস্থিতি দেশজুড়ে। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর থেকে শুরু করে যান চলাচল। সমস্ত রাস্তাঘাট জনশূন্য। আতঙ্কে ঘরবন্দি মানুষ। লাল সতর্কতা জারি হতেই ফিরল লকডাউনের স্মৃতি।
2
8
শেষ করোনা সংক্রমণ ঘিরে আতঙ্কের আবহে অতিমারির সময় এমন দৃশ্য দেখা গিয়েছিল। ঘর থেকে বেরোচ্ছিলেন না কেউ। ২০২৫ সালে আবারও সেই পরিস্থিতি। এবার লকডাউনের ঘোষণা করা হয়নি। তবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান।
3
8
সম্প্রতি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে মরিশাসে। সাইক্লোন গ্যারান্সের তাণ্ডবে প্রাণহানি রুখতেই দেশজুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা।
4
8
মরিশাসের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাইক্লোন গ্যারান্স ক্যাটাগরি ৩ সাইক্লোন। অর্থাৎ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় এর গতিবেগ প্রায় ২০০ কিমি থাকতে পারে।
5
8
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মরিশাসে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও ছিল। আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি হতেই সমস্ত স্কুল, কলেজ, শপিং মল, দোকানপাট, বিমানবন্দর বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়।
6
8
পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বেরোতেও নিষেধ করা হয়। শেষ অতিমারির সময় এমনটাই ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফে।
7
8
মরিশাসের জনসংখ্যার অধিকাংশই হিন্দু। পরিসংখ্যান বলছে, ৪৮ শতাংশ জনসংখ্যা হিন্দু সম্প্রদায়ের। গত বুধবার লাল সতর্কতা জারি করা হয়েছিল মরিশাসে। ফ্রান্সের উপকূলের দিকে এটি সরে যেতেই বর্তমানে আবারও বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।
8
8
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সাইক্লোন গ্যারান্স ফ্রান্সের রিইউনিয়নে আছড়ে পড়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।