অশান্তি, সমস্যা, বাধা... এগুলো কিছুতেই আপনার পিছু ছাড়ছে না? এর কারণ আপনার খাবার ঘরে লুকিয়ে নেই তো? হয়তো সামান্য বিষয় কিন্তু, বাস্তুশাস্ত্রে যা নিষেধ রয়েছে তেমনই কিছু ডাইনিং টেবিলে করে রেখেছেন, আর আপনার অজান্তেই সেটাই বিপদ ডেকেছে আনছে।
2
9
ঘরসজ্জা ব্যক্তিগত রুচির উপর নির্ভরশীল। কিছুটা আবার ঘরের সাইজ বা অবস্থানের উপর। কিন্তু তারপরেও বাস্তু টিপস মেনে কিছু অদলবদলের প্রয়োজন হয় জীবনে শান্তি ফেরানোর জন্য। ডাইনিং টেবিল সংক্রান্ত এমন ৮ বিষয় জেনে নিন, যা কখনই করা উচিত নয়।
3
9
পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে খেতে বসা উচিত নয় কখনই। বা ডাইনিং টেবিল পূর্ব-উত্তর পূর্ব কোণ করে রাখা উচিত নয়। একই তালিকায় থাকবে পূর্ব-দক্ষিণ পূর্ব, দক্ষিণ-দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ-উত্তর দক্ষিণ। এই চারদিকে খাবার টেবিল রাখা বা মুখ করে খাওয়া উচিত নয়। সঠিক পুষ্টি পাওয়া, পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় না। বরং ঝোঁক বাড়ে জাঙ্ক ফুডের দিকে।
4
9
খাবার ঘরে বা ডাইনিং টেবিলের পাশের দেওয়ালে কখনই যুদ্ধ, জাহাজ বা কষ্টের ছবি লাগানো উচিত নয়। বরং হাসিখুশি, প্রাণবন্ত বা রঙিন ছবি টাঙানো উচিত।
5
9
গোল বা ডিম্বাকার টেবিল এড়িয়ে যাওয়াই শ্রেয়। বরং চৌকোণা বা স্কোয়ার খাবার টেবিল রাখা শ্রেয়। বাড়িতে গোল বা ডিম্বাকার টেবিল থাকলে, এবং তাতে খেলে, খেয়ে তৃপ্তি হয় না বলেই মনে করা হয় বাস্তু মতে।
6
9
বাড়ির মূল প্রবেশ দ্বারের ঠিক পাশেই কখনও ডাইনিং টেবিল রাখা উচিত নয়। বাড়ির প্রাণশক্তি এতে বাধাপ্রাপ্ত হয়। এতে উন্নতি হয় না। জীবনে সুযোগ, সুবিধা কমে যায়।
7
9
স্বল্প আলো রাখবেন না খাবার ঘরে, এতে হয়তো একটা অন্য রকম আমেজ আসে। কিন্তু খাবার জায়গায় সবসময় উজ্জ্বল আলো ব্যবহার করা উচিত।
8
9
কোনও বিমের নিচে কখনই খাবার টেবিল রাখবেন না। যদি একান্ত সেটা এড়ানো না যায়, তবে ফলস সিলিংয়ের ব্যবস্থা করতে পারেন। বিমের নিচে খাবার টেবিল রাখলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
9
9
খাবার ঘরের দেওয়ালে ডিপ রং না করাই ভাল। বদলে হালকা, উজ্জ্বল রং করুন যেমন অফ হোয়াইট, হালকা হলুদ, ইত্যাদি।