কোন পেশা আপনার জন্য সঠিক, ব্যবসা নাকি চাকরি কোনটায় আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, সবটাই কিন্তু বলে দিতে পারে আপনার জন্ম তারিখ। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কিছু জন্ম তারিখ ধনসম্পদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আরও ভাল বললে, যাঁরা এই তারিখে জন্মান, তাঁরা যে ব্যবসাতেই হাত দেবেন না কেন তাতেই সোনা ফলাবেন।
2
7
এই তারিখগুলোতে যাঁরা জন্মান তাঁরা সৌভাগ্য, ধনসম্পদকে আকৃষ্ট করেন। ব্যবসাতেই লুকিয়ে থাকে এঁদের সাফল্যের চাবিকাঠি। ফলে আপনিও যদি ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে জেনে নিন কোন আপনারও সেই লাকি জন্ম তারিখগুলোর একটিতে জন্ম কিনা।
3
7
যাঁদের জন্ম কোনও মাসের ১, ৫, ৬, ৯, ১০, ১৪, ১৫, ১৯, ২৩, ২৮ এবং ৩০ তাঁদের সাফল্য লুকিয়ে থাকে ব্যবসাতেই। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। রিস্ক নিতে পারেন। এঁরা ভীষণ সৃজনশীল হন। তাই সব মিলিয়েই ব্যবসা করলে এঁদের শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী।
4
7
যাঁদের জন্ম কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে তাঁরা পরিচালিত হন সূর্যের দ্বারা। আর ১ থাকার দরুন এন্ডেরোধ্যে সহজাত ভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। দূরদৃষ্টি সম্পন্ন হন। জীবনে কিছু অর্জন করার, খ্যাতি পাওয়ার খিদে থাকে এঁদের মধ্যে।
5
7
যাঁরা কোনও মাসের ৬, ১৫, বা ২৪ তারিখে জন্মান তাঁরা শুক্রের দ্বারা পরিচালিত হন, ফলে এঁরা সহজাত ভাবেই লাক্সারি, আর্থিক স্বচ্ছলতা, সাফল্যকে আকৃষ্ট করেন। কাস্টমার কেন্দ্রিক ব্যবসা করলে এঁরা সাফল্য পাবেন।
6
7
মঙ্গল দ্বারা পরিচালিত হওয়া ৯, ১৮, ২৭ তারিখে জন্ম হওয়া ব্যক্তিদের মধ্যে ভরপুর এনার্জি থাকে। সাহস এবং বুদ্ধিমত্তার জোরে এঁরা ব্যবসায় সাফল্য পান।
7
7
৩০ তারিখে যাঁদের জন্ম হয় এঁদের মধ্যে ৩ অর্থাৎ বৃহস্পতি এবং ০ অর্থাৎ ইনফিনিটির শক্তি থাকে। এঁদের মধ্যে ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা থাকে।