বিধিনিষেধ আরও শিথিল করে সৌদি আরব এখন অমুসলিম বিদেশি বাসিন্দাদের দোকান থেকে মদ কেনার অনুমতি দিচ্ছে। তবে সব অমুসলিম বাসিন্দা এ সুযোগ পাবেন না, কেবল যাদের মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ মার্কিন ডলার) বা তার বেশি তারাই মদের ক্রেতা হতে পারবেন।
2
8
রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির একমাত্র মদের দোকানে ঢুকতে অমুসলিম বাসিন্দাদের অবশ্যই তাদের আয়ের নথি দেখাতে হবে।
3
8
বিদেশি কূটনীতিকদের কাছে মদ বেচতে গত বছর রিয়াদের এই দোকানটি চালু হয়েছিল। এবার তথাকথিত 'বিশেষ সুবিধাসম্পন্ন বাসিন্দা' মর্যাদাধারী অমুসলিমদের জন্যও এই সুযোগ দেওয়া হল।
4
8
যদিও নিয়মের এই বদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ব্লুমবার্গ জানতে চাইলেও, সৌদি আরবের সরকার তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।
5
8
রিয়াদের ওই আউটলেটটিতে এক ধরনের মাসিক পয়েন্টের ভিত্তিতে মদ কিনতে পারবেন অমুসলিমরা।
6
8
সৌদি আরবের আরও দু'টি শহরে নতুন মদের দোকান হচ্ছে বলে ব্লুমবার্গ আগেই জানিয়েছিল। দেশটিতে মদপ্রাপ্তিতে যেভাবে ধীরেসুস্থে নিয়মকানুন শিথিল হচ্ছে তা মূলত সামাজিক বিধিনিষেধ কমিয়ে আনা ও রিয়াদকে ব্যবসা-বিনিয়োগের আরও বড় হাবে পরিণত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।
7
8
তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসার যে লক্ষ্য সৌদি আরব ঠিক করেছে, তার জন্য বিদেশি মূলধন ও মেধা আকৃষ্ট করাকে গুরুত্বপূর্ণ মনে করছে রিয়াদ।
8
8
গত কয়েক বছরে দেশটি মহিলাদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিনেমা হল খোলার অনুমতি, নারী-পুরুষ মেলামেশার সুযোগে অনেক বিধিনিষেধ প্রত্যাহার, পর্যটনে উৎসাহ দেওয়ার মতো আধুনিকিকরণে নানান পদক্ষেপও করেছে।