নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজের জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবার জোর টক্কর ষ্টার জলসা ও জি বাংলার মধ্যে। চলতি সপ্তাহে নিজের জায়গা হারাল 'পর্ণা'। এবার ৭.৫ নম্বর পেয়ে 'বাংলা সেরা'র মুকুট উঠল 'ফুলকি'র মাথায়।
দ্বিতীয় স্থানে রয়েছে ষ্টার জলসার ধারাবাহিক 'কথা'। প্রাপ্ত নম্বর ৬.৯। 'ম্যান্ডি'কে শাস্তি দিতে 'কথা'র ম্যাজিক দারুণ মনে ধরেছে দর্শকের। নিজেদের জায়গা হারিয়ে তৃতীয় স্থানে 'সৃজন'-'পর্ণা'। নিত্য নতুন মোড় উঠে এলেও টিআরপিতে ৬.৮ নম্বর পেল এই ধারাবাহিক। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ষ্টার জলসা ও জি বাংলার তিন তিনটে ধারাবাহিক। ৬.৪ নম্বর পেয়ে এই জায়গায় রয়েছে 'গীতা এলএলবি','কোন গোপনে মন ভেসেছে' ও 'জগদ্ধাত্রী'। পঞ্চমে রয়েছে জলসার 'উড়ান'। ধীরে ধীরে জমে উঠছে 'মহারাজ' ও 'পূজারিণী'র কেমিস্ট্রি। এই জুটির প্রাপ্ত নম্বর ৬.২।
ষষ্ঠ স্থানে ৬.০ নম্বরে রয়েছে 'তেজ' ও 'সুধা'র গল্প 'শুভ বিবাহ'। সপ্তমে 'রোশনাই'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। নবমে রয়েছে জি বাংলার 'ঘটকদিদি' ও 'খিটখিটে উকিল'-এর গল্প। এই জুটির প্রাপ্ত নম্বর ৫.১। দশমে ৪.৯ নম্বরে রয়েছে 'মিঠিঝোরা'।
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ ভাল ফল করেছে ষ্টার জলসা। তবে এখনও পর্যন্ত নতুন শুরু হওয়া কোনও ধারাবাহিকই জায়গা পাচ্ছে না এক থেকে দশে। স্লট পরিবর্তন হলে এই তালিকার বদল ঘটবে কি? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সিরিয়ালপ্রেমীরা।
