সংবাদ সংস্থা মুম্বই: ১৯৬৬ সাল থেকে দিলীপ কুমারের মৃত্যু পর্যন্ত একই রকম তাঁদের সম্পর্ক। দিলীপ কুমার-সায়রা বানু। বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ও জনপ্রিয় তারকা দম্পতি হিসাবে থেকে যাবে তাঁদের নাম। তবে জানেন কি কেন তাঁদের সন্তান নেই?
সায়রার সঙ্গে দিলীপের বয়সের ফারাক প্রায় ২২ বছর। তাঁদের প্রেম একেবারে সিনেমার মতোই। সায়রা বানু নানা সাক্ষাৎকারে বলেছেন, ১২ বছর বয়স থেকে পর্দায় দিলীপ সাবের জন্য প্রেমে পাগল ছিলেন তিনি। যাই হোক, তাঁদের বিয়ের পর জল্পনা রটেছিল, দিলীপের সঙ্গে বিস্তর বয়সের ফারাকের কারণেই নাকি কোনওদিন মা হতে পারবেন না সায়রা। অনেকেই তখন বলেছিলেন, বয়সের এতটা ফারাক। এই বিয়ে টেকার নয়। দিলীপের দ্বিতীয় বিয়ের জন্যেও উদ্যোগ নিয়েছিলেন তাঁর পরিবার কিন্তু শেষমেশ তা হয়নি। সায়রার নিঃস্বার্থ ভালবাসার কাছে নিজেকে আমৃত্যু সঁপে দিয়েছিলেন দিলীপ।
নিজের আত্মজীবনী দিলীপ কুমার: দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো তে তাঁদের সন্তান না হওয়ার কারণ ফাঁস করেছিলেন বলিউডের ট্র্যাজেডি কিং। জানিয়েছিলেন বিয়ের পর যখন সায়রা সাত মাসের সন্তানসম্ভবা তখন একবার এক গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। শুটিং থেকে বাড়ি ফেরার পথে। ফলে, গর্ভপাতের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা নানা পরীক্ষা করে জানিয়েছিলেন ভবিষ্যতে আর কোনওদিনও সন্তান ধারণ করতে পারবেন না সায়রা।
সিমি গাঢ়েওয়ালের ‘রঁদেভু’ অনুষ্ঠানে একবার হাজির হয়েছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু। সেখানে সায়রা জানিয়েছিলেন তাঁদের সন্তান না থাকার দুঃখ নেই। তাঁরা পরস্পর পরস্পরের কাছে সন্তানের মতো। সেইভাবেই একে অপরের খেয়াল রাখেন।
