সংবাদ সংস্থা মুম্বই: ১৫০ দিনের কাছাকাছি শুটিং, ছ’টি মারাত্মক অ্যাকশন দৃশ্য, দু’টি গান এবং সম্পর্ক-ভিত্তিক আবেগঘন মুহূর্ত— শেষ হল হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’-এর শুটিং! অয়ন মুখার্জির পরিচালনায়, যশ রাজ স্টুডিওতে এই মেগা-ফিল্মের শুট শেষ করে এখন প্রস্তুতি শুরু হয়েছে প্রচারের চূড়ান্ত ধাপে যাওয়ার।
তবে শুটিংয়ের শেষ ৬ দিনে গোটা ইউনিট তাক মজে ছিল হৃতিক-এনটিআর জুনিয়রের একটি ডান্স নম্বর দিয়ে, যা কোরিওগ্রাফ করেছেন বসকো মার্টিস এবং সুর দিয়েছেন প্রীতম। হৃতিক ও এনটিআরের মুখোমুখি নাচের লড়াই দেখে সেটে থাকা সকলের চোখ ততক্ষণে কপালে! ইউনিটের এক ক্রু মেম্বারের কথায়, “এটা এমন এক ডান্স ফেসঅফ যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।” মজার কথা, এই নাচের শুট দেখতে সেটে উপস্থিত ছিলেন এনটিআর জুনিয়রের স্ত্রী ও দুই সন্তান, যাঁরা হৃতিকের ভীষণ বড়ো ভক্ত! একেবারে কাছ থেকে বাবার সঙ্গে হৃতিকের নাচ দেখতে তারা এসেছিল।
শুট শেষের পর, হৃতিক রোশন নিজের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানান এনটিআর ও তাঁর পরিবারকে। সঙ্গে ছিলেন অয়ন মুখার্জি এবং যশ রাজ ফিল্মস টিমের মূল সদস্যরাও। সূত্র জানিয়েছে, হৃতিকের কাছে ওয়ার স্রেফ একটি ছবির ফ্র্যাঞ্চাইজি নয়, এটা তাঁর আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটা চরিত্র। তাই তো শুটিং শেষে তিনি পরিবারের মতো পুরো টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের বাড়িতে।
আগামী ৩৭ দিনের মধ্যে প্রকাশ পাবে ‘ওয়ার ২’-এর ২টি গান ও ট্রেলর। যদিও ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এখন চলছে ভিএফএক্স ও আবহসংগীত চূড়ান্ত করার কাজ। আগামী ২০ দিনের মধ্যেই অয়ন মুখার্জি চূড়ান্ত সম্পাদনা শেষ করবেন।
‘ওয়ার ২’-তে দেখা যাবে হৃতিক রোশন ফের এজেন্ট কবীর হিসেবে আর তাঁকে টক্কর দেবেন জুনিয়র এনটিআর ওরফে এজেন্ট বিক্রম। একের পর এক চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, চোখধাঁধানো ভিজ্যুয়াল আর এজেন্টদের মধ্যেকার শক্তিশালী টানাপোড়েন— সব মিলিয়ে ‘ওয়ার ২’ হল যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রত্যাশিত ছবি। আগামী ১৪ আগস্ট হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
