সংবাদ সংস্থা, মুম্বই: বেশ কয়েক দিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছেন বিক্রান্ত ম্যাসি। সমাজ মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই মন ভেঙেছিল অনুরাগীদের। সাফল্যের মধ্যগগনে থাকাকালীন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? তা নিয়ে তোলপাড় হয়ে যায় বিনোদন জগতে। এবার নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন নায়ক।
গত বছর বিক্রান্তের ‘টুয়েলফথ ফেল’ বলিউডে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এরপর একের পর এক ওটিটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, তাঁর অভিনীত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’ প্রশংসা কুড়িয়ে নেয় সমালোচক মহলে। 'সবরমতী রিপোর্ট' দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এহেন বিক্রান্ত ম্যাসি জানান, বিনোদন ইন্ডাস্ট্রিতে পথ চলা শেষ করছেন।অভিনয় থেকে অবসর গ্রহণ করছেন তিনি! ভাইরাল পোস্টের পর কৌতূহলী হয়ে পড়ে বিটাউন। এবার সেই উত্তর দিলেন অভিনেতা। নিজের সিদ্ধান্তের পিছনে কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
বিক্রান্তের মতে, ব্যক্তিগত জীবনকে খানিক অগ্রাধিকার দেওয়ার জন্যই নেওয়া তাঁর সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময় যে জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। আমার মনে হয়েছিল এটা বেঁচে থাকার সময়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি আমাকে পিছিয়ে যেতে সাহায্য করেছিল। আগামী বছর শুধুমাত্র একটি ছবিতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
আসলে ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেননি বিক্রান্ত। ছেলের জন্ম অভিনেতার দৃষ্টিভঙ্গির উপর গভীর ভাবে প্রভাব ফেলেছিল। তাঁর কথায়, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার ছেলে বা আমার স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারছিলাম না। একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসাবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালভাবে তৈরি করতে চাই। জীবনে ভারসাম্য খুঁজে পাওয়ার জন্য এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল।’
উল্লেখ্য, এরপর শানায়া কাপুরের বিপরীতে 'আঁখো কি গুস্তাখিয়ান'- এ দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে।
