সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
অবসর ঘোষণা বিক্রান্তের
একের পর এক হিট কাজ। তবুও নিলেন বড় সিদ্ধান্ত। মাত্র ৩৭ বছর বয়সে অভিনয় জগত থেকে অবসর নিলেন বিক্রান্ত ম্যাসি। সোশ্যাল মিডিয়ায় বিবৃতির আকারে একটি পোস্ট করেন অভিনেতা। লেখেন, ২০২৫ সালে বড় পর্দায় শেষ এক বার দেখা হবে তাঁর দর্শকের সঙ্গে। এদিন পোস্টে তিনি লেখেন, 'গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এবার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। একজন স্বামী, বাবা ও ছেলে হিসাবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসাবে।'
খুশির খবর রহমানের জীবনে!
সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ও দলের গিটারিস্ট মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে শিরোনামে উঠে এসেছেন এ আর রহমান। সুরকার, গায়কের জীবনে নানা টানাপড়েনের মাঝেও এল খুশির খবর। 'অমর সিং চমকিলা' ছবিতে 'সেরা আবহ সঙ্গীত'-এর জন্য 'ফিল্মফেয়ার' পুরস্কার পেলেন। রহমানের সম্মানের মুকুটে যুক্ত হল আরও একটি পালক।
রোজ অমিতাভকে লুকিয়ে দেখেন রেখা?
অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে আজও চর্চা চলে বলিউডের অন্দরে। সম্প্রতি, কপিল শর্মার শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন রেখা। সেখানে 'কেবিসি'র প্রসঙ্গ উঠলে রেখা জানান, অমিতাভের সঞ্চালনায় এই শোয়ের প্রতিটি পর্বের সংলাপ তাঁর মুখস্থ। রেখার এই কথায় ফের চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
