রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রশ্মিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিড়িতেও বসতে চলেছেন তারকা যুগল।
শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা। ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে।
যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। রশ্মিকা বা বিজয় কেউই সমাজমাধ্যমে এ নিয়ে কোনও পোস্ট করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।
যদিও এই খবর আনুষ্ঠানিকভাবে তারকাদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, তবুও এই গুঞ্জন শুরু হওয়ার পরপরই বিজয়কে প্রথমবার জনসমক্ষে দেখা যায়। তিনি তাঁর পরিবারের সাথে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে সাধারণ টি-শার্ট এবং চোখে সানগ্লাস পরিহিত সুদর্শন বিজয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। কিন্তু ভক্তদের তীক্ষ্ণ নজর এড়ায়নি তাঁর ডান হাতের অনামিকায় শোভা পাওয়া বাগদানের আংটিটি। এই আংটি যেন নীরব অথচ শক্তিশালী এক ঘোষণার প্রতীক হয়ে ওঠে। উৎসুক অনুরাগীরা তৎক্ষণাৎ আংটিটি লক্ষ্য করেন এবং নিশ্চিত হন যে বাগদানের খবরটি গুজব নয়।
অন্যদিকে, বিজয়ের এই আংটি প্রদর্শনের ঠিক পরেই রশ্মিকা মন্দানা তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্টটি শেয়ার করেন। স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করেছিলেন যে এইবার হয়তো বিজয়কে নিয়ে কোনও ভালবাসামাখা ছবি বা বাগদানের মুহূর্তের ঝলক তিনি শেয়ার করবেন। কিন্তু রশ্মিকা তাঁর অনুরাগীদের কিছুটা হলেও নিরাশ করে তাঁর সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার সাথে 'থাম্মা'-র একটি গান 'তুম মেরে না হুয়ে'-এর কয়েকটি ছবি ভাগ করেন।
পোস্টের ক্যাপশনে রশ্মিকা এই গানটির পিছনের একটি মজার গল্প তুলে ধরেন। তিনি লেখেন, "এই গানটির পিছনের গল্পটি হল, আমরা প্রায় ১০-১২ দিন ধরে একটি অত্যন্ত মনোরম জায়গায় শুটিং করছিলাম। শেষ দিনে আমাদের প্রযোজক এবং পরিচালকের হঠাৎ একটি দারুণ বুদ্ধি এল। তাঁরা বললেন, আমরা কেন এখানে একটি গান শুট করছি না? জায়গাটি এতই অসাধারণ, কেন সুযোগটা হাতছাড়া করব? আর আমি বললাম, চলো তাহলে! তারপর মাত্র তিন-চার দিনের মধ্যেই আমরা সবকিছু সম্ভব করে তুললাম। গানটি শেষ হওয়ার পর আমরা নিজেরাই ব্যাপক অবাক হয়েছিলাম।"
রশ্মিকার এই পোস্টেও নেটিজেনরা ভালবাসা জানালেও আসলে তাঁরা অপেক্ষা করছিলেন বিজয়ের সঙ্গে বাগদানের কথা কখন ঘোষণা করেন নায়িকা। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই রশ্মিকা ও বিজয়ের প্রেম নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। দুই তারকার একসঙ্গে ঘোরাঘুরি, ছুটি কাটানো কিংবা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি-সবকিছুই বারবার তাঁদের সম্পর্কের প্রমাণ হিসেবে ধরেছিলেন অনুরাগীরা। তবে বিজয়-রশ্মিকা বরাবর বলে এসেছেন,“আমরা শুধু ভাল বন্ধু।” আর এখন সেই বন্ধুত্বই রূপ নিচ্ছে বৈবাহিক সম্পর্কে। অনুরাগীদের দাবি, এই বিয়ে হবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিয়ের মধ্যে অন্যতম।
