২০ বছর আগে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী বিদ্যা বালন। তাঁর সেই ডেবিউ ছবি ‘পরিণীতা’ ২০ বছর পূর্ণ করল। এই উপলক্ষে মুম্বইতে আয়োজিত এক  বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন প্রযোজক বিধু ভিনোদ চোপড়া নিজে। আর সেখানেই উঠে এল সেই চমকপ্রদ কাহিনি—কীভাবে বিদ্যা পেলেন জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, যখন একাধিক শীর্ষস্থানীয় অভিনেত্রী সেই ভূমিকায় চোখ রেখেছিলেন।

 

সেই অনুষ্ঠানে বিধু বিনোদ চোপড়া বললেন, “অনেক প্রথম সারির অভিনেত্রী পরিণীতা তে কাজ করতে চাইছিল। কিন্তু পরিচালক প্রদীপ সরকার আমাকে বললেন—‘চেম্বুরের এক নতুন মেয়েকে পরীক্ষা করা যাক।’ আমি সাধারণত স্ক্রিন টেস্টের সময় অভিনেতাদের সঙ্গে দেখা করি না। বিদ্যা তখন প্রায় ২০–২৫টা টেস্ট দিয়ে ফেলেছে। আমি বললাম, আরেকটা চূড়ান্ত টেস্ট হোক। কিন্তু ততক্ষণে বিদ্যা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে বিড়বিড় করে আমার নাম তুলে তেড়ে গালাগালি দিচ্ছিল, আমি নিজেই শুনতে পাচ্ছিলাম আমার ব্যাপারে বিদ্যা গরগর করে বলে চলেছে—‘কে ও? কী মনে করে ও নিজেকে!’ কিন্তু সেই শেষ টেস্টেই বিদ্যা একেবারে বাজিমাত করল। আমি প্রদীপকে সঙ্গে সঙ্গে বললাম, এই প্রদীপ, ওকেই নাও এই ছবিতে।”

 

বিদ্যা নিজেও স্মৃতিচারণ করে জানান, কীভাবে সেই ফোন কল তাঁর জীবন বদলে দিয়েছিল। “আমি তখন বিধু ভিনোদ চোপড়ার সহকারীর সঙ্গে এনরিকে কনসার্টে ছিলাম। হঠাৎ দাদার (প্রদীপ সরকার) ফোন। আমি বললাম, কনসার্ট শেষ হলে কথা বলব। কিন্তু উনি জোর করে বললেন—‘চোপড়া সাহেব তোমার সঙ্গে এখনই কথা বলতে চান।’ আমি ফোন ধরতেই উনি বললেন, ‘ওখান থেকে বাইরে বেরো, তোর জীবন বদলাতে চলেছে।’ আমি ভাবলাম আবার হয়তো জানাবেন, আমি বাদ পড়েছি। এত টেস্ট দেওয়ার পর বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু তখনই উনি বললেন—‘তুমি-ই আমার পরিণীতা।’ আমি সেই কনসার্টের মাঝখানেই কান্নায় ভেঙে পড়লাম।”

 

 বিশেষ প্রদর্শনীতে বিদ্যা, বিদু ভিনোদ চোপড়া, রেখা, দিয়া মির্জা, রাজকুমার হিরানি, শ্রেয়া ঘোষাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল যখন রেখার পায়ে হাত দিয়ে প্রণাম করেন  বিদ্যা বালন—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রদীপ সরকারের এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামা তৈরি হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর উপন্যাস পরিণীতা-র অবলম্বনে। সত্তরের দশকের কলকাতা, শৈশবের বন্ধু ললিতা-শেখরের সরল প্রেম, ভুল বোঝাবুঝি, সমাজের বাধা আর এক ধনী বহিরাগত চরিত্র—সব মিলিয়ে ছবিটি পায় দারুণ প্রশংসা। শান্তনু মৈত্রের সুর করা গানে, সঞ্জয় দত্ত-সইফ আলি খানের অভিনয়ে আর বিদ্যার নরম অথচ দৃঢ় উপস্থিতিতে ছবিটি আজও বলিউডের এক ক্লাসিক।

 ২০ বছর পূর্তি উপলক্ষে পরিণীতা আবারও ফিরছে প্রেক্ষাগৃহে। আগামী ২৯ আগস্ট থেকে এক সপ্তাহের জন্য সিনেমাটি চলবে বড়পর্দায়।