নিজস্ব সংবাদদাতা: বছর শেষে চলচ্চিত্র জগতের এক মহিরূহের পতন। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার ৯০ বছর বয়সে থামল পরিচালকের জীবন। বেশ অনেকদিন কিডনি সহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। 

 


তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শ্যাম বেনেগালের পরিচালনায় 'অঙ্কুর' ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী শাবানা আজমি। কিছুদিন আগে পরিচালকের ৯০ তম জন্মদিনের উদ্‌যাপনে নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে দেখা গিয়েছিল শাবানাকে। পরিচালকের মৃত্যুতে উঠে এসেছে অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার। 

 


ওই সাক্ষাৎকারে শাবানা আজমি বলেন, "শ্যাম বেনেগাল শুধু পরিচালক নন, আমার কাছে তিনি গুরু। শুধুমাত্র শিক্ষাগুরু নন, তিনি জীবনে চলার পথে এমন অনেককিছু শিখিয়েছেন যার মূল্য অপরিসীম। যখন প্রথম অভিনয়ে এসেছিলাম তখন সবকিছু নতুন ছিল আমার কাছে। শ্যাম বেনেগাল নিজের হাতে আমায় ছবির জগতের জন্য তৈরি করেছিলেন। ওঁর অবদান কোনওদিন ভুলব না।"

 


প্রসঙ্গত, ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।