নিজস্ব সংবাদদাতা: বছর শেষে শোকের ছায়া বিনোদন জগতে। ২৩ ডিসেম্বর সোমবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক, চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল। মুম্বই সংবাদমাধ্যমের কাছে তাঁর পরিবার জানিয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে ৬:৩০ নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
গত ১৪ ডিসেম্বরে ৯০ বছর বয়সে পদার্পণ করেছিলেন পরিচালক। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ৯০ বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজ নিয়ে এখনও ব্যস্ত ছিলেন। হাতে ছিল বেশ কয়েকটি কাজ। কিন্তু তার মাঝেই না ফেরার দেশে শ্যাম বেনেগাল।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জিতু কমল। সমাজ মাধ্যমে লিখেছেন, 'শ্যাম বেনেগাল স্যরের এক অমূল্য উক্তি যা আমার সারা জীবন মনে থেকে যাবে। তাই হল তিনি আমায় বলেছিলেন 'কোনওদিন অভিনয় ছাড়বে না।' খুব শিগগিরই দেখা হবে স্যার।'
পরিচালক অনীক দত্তর 'অপরাজিত'তে সত্যজিতের চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন জিতু। বড় পর্দায় জীতুর অভিনয় প্রশংসিত হয়েছিল। ২০২২-এর ১৩ মে মুক্তি পেয়েছিল ছবিটি। তার আগে সত্যজিৎ রায়ের জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।
সেখানেই সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমলের অভিনয়ের প্রশংসা করেছিলেন জাতীয় পুরস্কারজয়ী ও পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল। সেই সুবাদেই শ্যাম বেনেগালের সঙ্গে পরিচয় জিতুর। পরিচালক, চিত্রনাট্যকারের প্রয়াণে তাঁর সঙ্গে আলাপের মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরেছেন জিতু।
