সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রয়াত বিনোদ ছাবড়া

 

পরলোক গমন করলেন পরিচালক, প্রযোজক বিনোদ ছাবড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতা কারণেই দীর্ঘদিন ছবির জগৎ থেকে দূরে ছিলেন তিনি। মুম্বইয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিনোদ। ৫ জুন, ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। বিনোদ ছাবড়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টিনসেল টাউনে।


নতুন 'প্রেম' আয়ুষ্মান 


সূরজ বরজাতিয়ার আগামী ছবিতে জুটি হিসাবে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘকে। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম 'প্রেম'। সম্পূর্ণ রোমান্টিক ঘরানার এই ছবির শুটিং শুরু হবে ২০২৫-এর নভেম্বরে। জানা যাচ্ছে, ২০২৬-এর মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।

 

দুর্নীতিতে জড়ালেন অক্ষরা?


সম্প্রতি, সমাজমাধ্যমে কমল হাসানের মেয়ে অক্ষরা হাসানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। তবে এই বিষয়ে তিনি জানান, এক ব্যক্তি তাঁদের পরিবারের নামে ভুয়ো সংস্থা খুলে প্রতারণা করছে। এর সঙ্গে তিনি কিংবা তাঁর পরিবারের কেউই যুক্ত নন। এমনকী সমাজমাধ্যমে ওই ব্যক্তি এবং ভুয়ো প্রযোজনা সংস্থা 'রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল'-এর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন।