সংবাদসংস্থা মুম্বই: নতুন করে ট্রোলের শিকার বলিউডের ড্রামা কুইন উরফি জাভেদ। না, এবার অদ্ভুত পোশাকের জন্য নয়। নিজের মেকআপহীন ছবি পোস্ট করেই কটাক্ষের শিকার হতে হল তাঁকে। আর তাতেই চটে লাল হয়েছেন তিনি।
সম্প্রতি, ইনস্টাগ্রামে উরফির পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। চোখ মুখ ফোলা, লাল হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। কিন্তু সমালোচকরা মনে করছেন সোশ্যাল মিডিয়ায় দর বাড়ানোর জন্য ফিল্টার ব্যবহার করেছেন অভিনেত্রী। এই নিয়েই কী জবাব দিয়েছেন উরফি? তিনি ইনস্টাগ্রামে লেখেন, ''আমি আমার মুখ নিয়ে এত মন্তব্য শুনতে শুনতে ক্লান্ত। আমার অ্যালার্জি আছে। আমার মুখ বেশিরভাগ সময় ফুলে যায়। অধিকাংশ দিন এভাবেই ঘুম থেকে উঠি আমি। এটা আমার চরম অস্বস্তি।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
সম্প্রতি, ইনস্টাগ্রামে উরফির পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। চোখ মুখ ফোলা, লাল হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। কিন্তু সমালোচকরা মনে করছেন সোশ্যাল মিডিয়ায় দর বাড়ানোর জন্য ফিল্টার ব্যবহার করেছেন অভিনেত্রী। এই নিয়েই কী জবাব দিয়েছেন উরফি? তিনি ইনস্টাগ্রামে লেখেন, ''আমি আমার মুখ নিয়ে এত মন্তব্য শুনতে শুনতে ক্লান্ত। আমার অ্যালার্জি আছে। আমার মুখ বেশিরভাগ সময় ফুলে যায়। অধিকাংশ দিন এভাবেই ঘুম থেকে উঠি আমি। এটা আমার চরম অস্বস্তি।''
View this post on Instagram
