নিজস্ব সংবাদদাতা: বেশকিছু দিন ধরেই টলিপাড়ার অন্দরের গুঞ্জন এবার নাকি শেষ হতে চলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। কিন্তু শেষের কোনও লক্ষণই নেই, বরং শুরু হতে চলেছে নতুন গল্প। এর আগেও বহুবার কয়েক বছর করে এগিয়েছে গল্প। কিন্তু এবার একেবারে এক ধাক্কায় ২০ বছর এগোল গল্পের মোড়। 


নতুন মোড়ে এল নতুন নায়িকাও। বেশকিছু দিন ধরেই ছোটপর্দায় অভিনেত্রী সমু সরকারের ফেরার খবর আসছিল। জল্পনাকে সত্যি করে পর্ণার মেয়ে 'পুঁটি'র চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। 


সেখানে দেখা যাচ্ছে, ২০ বছর পর দত্তবাড়ির এক অন্য ঝলক। বাড়ির পরিবেশ মাতিয়ে রাখে পুঁটি। মারা গিয়েছেন জেঠু। কিন্তু জেঠুর স্বভাব ধরে রেখেছে তার ছেলে। এদিকে স্মৃতি হারিয়ে নিখোঁজ সৃজন। পর্ণাও তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে। হঠাৎ বাড়িতে পুলিশ আসে, আর পর্ণা যেহেতু এক সময় সাংবাদিকতা করত, তাই তার কাছে সাহায্য চায়। এক গুন্ডার দলকে ধরার জন্য পর্ণাকে সাহায্য করতে বলে পুলিশ। 


পরক্ষনেই দেখা যায়, সেই গুন্ডা দলের সর্দার সৃজন। স্মৃতি হারিয়ে একেবারে অন্য লুকে ধরা দেয় সে। এদিকে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী আয়েন্দ্রি রায়কে। সেও গুন্ডা দলের সদস্য। পর্ণা কি চিনতে পারবে সৃজনকে? কেমনভাবে এগোবে গল্পের নতুন মোড়? জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।