নিজস্ব সংবাদদাতা: একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফুলকি-রোহিত। তাই পরিবারের বিপদ হোক কিংবা নিজেদের এগিয়ে যাওয়ার পথে বাধা, সবটাই দু'জন জোট বেঁধে মোকাবিলা করে।
কিছুদিন আগেই শালিনীর চক্রান্তে চোখের আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ফুলকি। তবুও মনের জোরে বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতে সে। তার সেই অদম্য লড়াইয়ে ঢাল হয়ে পাশে থাকে রোহিত। একটু একটু করে একে অপরের কাছে আসছে তারা। অনেকদিন আগেই যদিও ফুলকি মন দিয়েছে রোহিতকে। কিন্তু এবার ফুলকিকে ধীরে ধীরে নিজের ভালবাসায় আগলে রাখছে রোহিতও।
কিন্তু এই সুখ বেশিদিন তাদের সহ্য হল না। ঘোর সঙ্কটে ফুলকি-রোহিত। সম্প্রতি, প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে লাবণ্য থেকে রোহিতের মাকে বলে যে ২২ বছর আগে তার হারিয়ে যাওয়া মেয়েই ফুলকি। প্রমাণ স্বরূপ ডিএনএ টেস্টের রিপোর্টও দেখায় লাবণ্য। এই কথা শুনে চোখ কপালে ওঠে রোহিতের মায়ের। ফুলকি ও রোহিত তবে ভাই-বোন? এই চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে সে।
আড়াল থেকে লাবণ্য আর শাশুড়ির কথা শুনে ফেলে ফুলকি। তাই শিবরাত্রির দিন মহাদেবের কাছে গিয়ে জানায়, যাকে সে ভালবেসে স্বামীর চোখে দেখেছিল, তাকে কিছুতেই দাদার চোখে দেখতে পারবে না। তাই মহাদেবের ত্রিশুল দিয়ে নিজের চোখ বিঁধে অন্ধ হতে চায় ফুলকি। কিন্তু দৈব শক্তিতে ফুলকির হাত আটকে যায়। সে ভাবতে থাকে এটা কোনও সত্যির ইঙ্গিত কিনা। তাদের সম্পর্কে ভাঙন ধরানোর জন্য কেউ কি ষড়যন্ত্র করে তাদের ভাই-বোন প্রমাণ করতে চাইছে? আসল সত্যিটা কী?
