নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে 'পরিণীতা'। জি বাংলায় সদ্য শুরু হওয়া এই ধারাবাহিক অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। 'পারুল-রায়ানে'এর গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
শত চেষ্টা করেও কিছুতেই ভাব জমে না পারুল-রায়ানের। পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। কিন্তু পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না। শ্বশুরবাড়িতে এসে অনেক অপমানের শিকার হলেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছিল পারুল। সংসার সামলে কলেজেও ভালবাসা পাচ্ছিল সে।
কিন্তু সংসার তার কপালে সইল না। চুক্তি মতো রায়ানকে ছেড়ে বাপেরবাড়ি বাঁকুড়ায় ফিরে এল পারুল। বোনকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার দাদা বলে, কুম্ভে যেতে। পুণ্যস্নান করলে মনের কষ্ট নাকি দূর হবে। এদিকে, ভাইবোনদের সঙ্গে রায়ানও কুম্ভ যাত্রার পরিকল্পনা করে।
সেই মতো দু'জনেই পাড়ি দেয় কুম্ভের পথে। পুণ্য যাত্রায় কি দেখা হবে পারুল-রায়ানের? এবার কি এক হবে তারা? নাকি ফের নতুন কোনও বিপদের মুখে পড়বে পারুল-রায়ান?
