নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করে স্টার জলসার 'কথা'। কথা-অগ্নির মিষ্টি জুটিকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। এদিকে কথার প্রেমে পড়লেও মুখে কিছু বলতে চায় না অগ্নি। কিন্তু মনে মনে কথার প্রেমে কুপোকাত সে।
এদিকে অগ্নিকে বাঁচাতে গিয়ে গুলি লাগে কথার। মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনে অগ্নি। কিন্তু কে এই ষড়যন্ত্রের পিছনে তাকে খুঁজতে নাজেহাল দশা গুহ পরিবারের। বাড়ির সবাই দোষীকে খুঁজতে জীবনের ঝুঁকি নেয়। এর মাঝেই বড়দিনের আমেজে মেতে ওঠে গুহ পরিবারের সদস্যরা। তাদের এই আনন্দের মুহূর্তে সামিল হয় 'তেঁতুলপাতা'র ঋষি ও ঝিল্লি।
সবাই যখন আনন্দে মেতে তখন কথাকে অগ্নি বলে, এই বছরের বড়দিনটা সে কথাকে সমস্ত খুশিতে ভরিয়ে দেবে। আর কোনও বিপদ তাকে গ্রাস করতে পারবে না। কিন্তু অগ্নির কথা শেষ হতে না হতেই কেক হাতে সান্তাক্লজ সেজে হাজির একজন। বাড়ির সবাই সন্দেহ না করলেও সান্তাক্লজ সেজে থাকা লোকটির হাতের আংটির দিকে নজর যায় কথার। মনে পড়ে যায় এই আংটি সে আগেও দেখেছে! বাড়ির মধ্যেই কী শত্রুর প্রবেশ হল? এবার কোন ঝড় আসবে কথা-অগ্নির উপর? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
