নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এর হাত ধরে ছোটপর্দার নায়িকা হয়ে ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। বিপরীতে সুস্মিত মুখোপাধ্যায়।
গল্পে ঊষসীর চরিত্রে নাম 'শুভলক্ষ্মী'। নদীয়ার মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। এদিকে নিউ ইয়র্কে একা এসে সে পড়ে মহা বিপদে। কিন্তু তার পাশে এসে দাঁড়ায় 'আদৃত' ওরফে সুস্মিত। ঘটনাচক্রে তাদের বাড়িতেই গন্তব্য শুভলক্ষীর। বহু বছর বিদেশে থাকার পর সেখানকার আদব কায়দা রপ্ত করেছে আদৃতের বাড়ির সবাই। কিন্তু দেশের মাটিতে ভোলেননি আদৃতের ঠাম্মি। তিনিই দেশ থেকে জগদ্ধাত্রী পুজোর আয়োজনের জন্য শুভলক্ষীকে ডেকে আনিয়েছেন।
এদিকে, বিদেশি আদব কায়দা দেখে চোখ ছানাবড়া তার। নিজেকে মানিয়ে নিতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছে সে। নদীয়ায় নিজের হাতে মশলা বানিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে সে। কিন্তু বিদেশের মাটিতে কীভাবে করবে সবার মন জয়? সেই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে।
সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বিয়ে ঠিক হয়েছে আদৃতের। কিন্তু তার মন পড়ে রয়েছে শুভলক্ষ্মীর কাছেই। তাই আর দেরি না করে মনের কথা তাকে জানিয়ে দেয় আদৃত। আদৃতের ভালবাসায় কী সাড়া দেবে শুভলক্ষ্মী? নাকি বিদেশে এসে ফের বিপদের মুখে পড়বে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
