প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। শেষ সপ্তাহে চমক দেখিয়েই পথচলা শেষ করল 'জগদ্ধাত্রী'। তবে এই প্রথম স্থান হাতছাড়া হল 'পরশুরাম আজকের নায়ক' -এর। কে সেই জায়গায় উঠে এল 'রাঙামতী তীরন্দাজ' নাকি 'পরিণীতা'? 

বহুদিন পর আবারও হারানো জায়গা ফিরে পেল 'পরিণীতা'। রায়ান, পারুলের গল্প পুনরায় জমে উঠেছে। উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৭.১, বহুদিন পর বেঙ্গল টপার হল এই মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। বেঙ্গল টপার খেতাব হাতছাড়া হলেও, নম্বর বিশেষ কমেনি এই মেগার। পেয়েছে ৬.৯ নম্বর। 

চলতি সপ্তাহে তিন নম্বরে আবারও উঠে এসেছে 'রাঙামতী তীরন্দাজ'। রাঙামতী এবং একলব্যর জীবনে যে নতুন টুইস্ট দেখানো হচ্ছে সেটার প্রভাব যে টিআরপিতে পড়ছে সেটা স্পষ্ট। মনীষার ধারাবাহিক পেয়েছে ৬.৮ নম্বর। দ্বিতীয় স্থান থেকে সোজা চার নম্বরে নেমে এসেছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। স্বস্তিকা দত্তের এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। গত সপ্তাহের তুলনায় নম্বরও বেশ অনেকটা কমেছে এই মেগার। 

গত কিছু সপ্তাহ সেরা দশে জায়গা ধরে রাখলেও, সেরা পাঁচে ঠাঁই করতে পারছিল না 'জগদ্ধাত্রী'। কিন্তু শেষ সপ্তাহে পাঁচ নম্বরে থেকেই সফর শেষ করল। এক সময় টানা টিআরপি টপার থাকা এই ধারাবাহিকের শেষ সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৬.৪। ছয় নম্বরে একসঙ্গে দু'টো মেগা রয়েছে এই সপ্তাহে। ৬.২ পেয়ে নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি' যেমন রয়েছে তেমনই রয়েছে রণিতা দাসের 'ও মোর দরদিয়া'। 

৬ নম্বর পেয়ে টিআরপি তালিকার সপ্তম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। অষ্টম স্থানেও জোড়া ধারাবাহিক রয়েছে এই সপ্তাহে। 'আমাদের দাদামণি'র সঙ্গে 'চিরদিনই তুমি যে আমার' -ও আট নম্বর রয়েছে। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। 'চিরদিনই তুমি যে আমার' মাঝে সেরা পাঁচে ছিল একটানা বহুদিন। কিন্তু নায়িকা বদলের পর গত দুই সপ্তাহ ধরে নম্বর যেমন কমেছে, তেমনই হাতছাড়া হয়েছে সেরা পাঁচের জায়গা। 

'চিরসখা'-ও একটা সময় দুই, তিন নম্বরে থাকত। এখন এই ধারাবাহিকেরও নম্বর কমে ৫.৮ এ এসে দাঁড়িয়েছে। রয়েছে নয় নম্বর স্থানে। দশ নম্বরে রয়েছে 'জোয়ার ভাঁটা'। শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭।