সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'স্ত্রী'র সঙ্গী অক্ষয়
মুক্তির দোরগোড়ায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী ২'। এই হরর কমেডিতে নাকি অতিথি শিল্পী হিসাবে হাজির হতে চলেছেন অক্ষয় কুমার।বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর। সূত্রের খবর, অক্ষয়ের কৌতুক অভিনয়ের ক্ষমতা মাথায় রেখেই ছবির নির্মাতারা এই ছবির প্রস্তাব দিয়েছিলেন 'খিলাড়ি'কে। ছবির গল্প শুনে নাকি একবারেই রাজি হয়ে গিয়েছিলেন বলি-তারকা।
'কল্কি'র মধ্যমণি দীপিকা
বক্স অফিসে ঝড় তুলেছে নাগ অশ্বিনের পরিচালিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। ছবির গল্পকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রধান অভিনেতাদেরও মাতামাতি দেখা গিয়েছে দর্শকমহলে। 'কল্কি'তে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কল্কি'র পরিচালক জানালেন, দীপিকাই এ ছবির সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র। নাগ অশ্বিনের কথায়, 'এই ছবি থেকে দীপিকার চরিত্র 'সুমতি'কে সরিয়ে দিলে গল্পটাই দাঁড়াবে না। বলা ভাল, সুমতি না থাকলে 'কল্কি'র কোনও অস্তিত্ব নেই!"
শ্রীদেবীকে শ্রদ্ধাজ্ঞাপন নওয়াজের
সাত বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ছবি 'মা'। সেই ছবিতে শ্রীদেবীর সঙ্গে ছিলেন নওয়াজ। ছবিতে তাঁদের অভিনীত দুই চরিত্রের রসায়ন প্রশংসিত হয় সমালোচকমহলে। 'মা'-এর মুক্তির সপ্তমবার্ষিকীতে সমাজমাধ্যমে প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন নওয়াজ। শ্রীদেবীর সঙ্গে এক ছবিতে কাজ করা যে তাঁর জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি আনন্দের ছিল সেকথা অকপটে জানিয়েছেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা।
'স্ত্রী'র সঙ্গী অক্ষয়
মুক্তির দোরগোড়ায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী ২'। এই হরর কমেডিতে নাকি অতিথি শিল্পী হিসাবে হাজির হতে চলেছেন অক্ষয় কুমার।বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর। সূত্রের খবর, অক্ষয়ের কৌতুক অভিনয়ের ক্ষমতা মাথায় রেখেই ছবির নির্মাতারা এই ছবির প্রস্তাব দিয়েছিলেন 'খিলাড়ি'কে। ছবির গল্প শুনে নাকি একবারেই রাজি হয়ে গিয়েছিলেন বলি-তারকা।
'কল্কি'র মধ্যমণি দীপিকা
বক্স অফিসে ঝড় তুলেছে নাগ অশ্বিনের পরিচালিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। ছবির গল্পকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রধান অভিনেতাদেরও মাতামাতি দেখা গিয়েছে দর্শকমহলে। 'কল্কি'তে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'কল্কি'র পরিচালক জানালেন, দীপিকাই এ ছবির সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র। নাগ অশ্বিনের কথায়, 'এই ছবি থেকে দীপিকার চরিত্র 'সুমতি'কে সরিয়ে দিলে গল্পটাই দাঁড়াবে না। বলা ভাল, সুমতি না থাকলে 'কল্কি'র কোনও অস্তিত্ব নেই!"
শ্রীদেবীকে শ্রদ্ধাজ্ঞাপন নওয়াজের
সাত বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ছবি 'মা'। সেই ছবিতে শ্রীদেবীর সঙ্গে ছিলেন নওয়াজ। ছবিতে তাঁদের অভিনীত দুই চরিত্রের রসায়ন প্রশংসিত হয় সমালোচকমহলে। 'মা'-এর মুক্তির সপ্তমবার্ষিকীতে সমাজমাধ্যমে প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন নওয়াজ। শ্রীদেবীর সঙ্গে এক ছবিতে কাজ করা যে তাঁর জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি আনন্দের ছিল সেকথা অকপটে জানিয়েছেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা।
