সংবাদসংস্থা মুম্বই:

দ্বিতীয়বার স্তন ক্যানসারে আক্রান্ত তাহিরা কাশ্যপ

২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পরিচালক তথা অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ । সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় জানালেন, ফের স্তন ক্যানসার ফিরে এসেছে তার জীবনে। গত মাসেও, সমাজমাধ্যমে তাহিরা লিখেছিলেন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প। কেমোথেরাপির ফলে নিজের সম্পূর্ণ ন্যাড়া মাথার একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা যাত্রার একাধিক মুহূর্ত পোস্ট করেছিলেন তিনি। তার সাহসিকতায় মুগ্ধ অনুরাগীরা পোস্টের বার্তা বাক্সে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভালবাসা আর শুভকামনায়।

 

‘মন্নত’-কে বিদায় শাহরুখের

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান ও তার পরিবার আপাতত বিদায় জানিয়েছেন তাঁদের বাড়ি ‘মন্নত’-কে। শুরু হয়েছে 'মন্নত'-এর বহু প্রতীক্ষিত মেরামতের কাজ। এই সময়ের জন্য তাঁরা উঠে গেছেন বান্দ্রার পালি হিল এলাকায় এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যেখানে প্রায় বছর দুয়েক থাকবেন শাহরুখ, গৌরী, আরিয়ান এবং সুহানা। জানা গিয়েছে, ‘মন্নত’-এর মেরামত এবং সম্প্রসারণের পরিকল্পনা বহুদিন ধরেই ছিল শাহরুখের, যার জন্য আদালতের অনুমতি নিতে হয় তাঁকে। কারণ, ‘মন্নত’ একটি গ্রেড থ্রি হেরিটেজ স্ট্রাকচার—যার কোনও রকম কাঠামোগত পরিবর্তনের জন্য লাগে বিশেষ অনুমতি। সম্প্রতি নতুন ঠিকানায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছে শাহরুখকে। আপাতত সেখান থেকেই চলবে 'কিং খান'-এর রাজত্ব। তবে এখানেই বছর দুয়েক তিনি থাকবেন কি না, সেটাই হল প্রশ্ন। 

 


‘রেস ৪’-এর কাস্টিং নিয়ে বড় ঘোষণা 

‘রেস ৪’-এর কাস্টিং নিয়ে নানা জল্পনার মাঝে মুখ খুলল প্রযোজনা সংস্থা টিপস ফিল্মস। প্রযোজক রমেশ তৌরানির তরফে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই মুহূর্তে কেবল সইফ আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেই প্রাথমিক আলোচনা চলছে। চূড়ান্ত কিছুই এখনও হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে—“আমরা স্পষ্ট করে জানাতে চাই, ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘রেস ৪’-এর জন্য এখনো কেবল সইফ আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলোচনা চলছে। চিত্রনাট্য এখনও তৈরির পর্যায়ে আছে এবং এই মুহূর্তে আর কোনও অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়নি।”