সংবাদসংস্থা মুম্বই:
‘বিগ বস’-এ রাম কাপুর?
আগস্ট ২০২৫-এ বিগ বস ১৯ শুরু হতে চলেছে, আর তার আগেই বহু নাম ঘুরছে অংশগ্রহণকারীদের তালিকায়। সেই তালিকাতেই ছিল রাম কাপুরের নামও। কিন্তু এই গুঞ্জনে জল ঢেলে এক সাক্ষাৎকারে রাম বলেন— “আমি কখনওই বিগ বসে যাব না, ২০ কোটি দিলেও না। কারণ ওই ধরনের শো আমার জন্য নয়।” শুধু তাই নয়, সালমান খান সঞ্চালিত এই বিতর্কিত রিয়্যালিটি শো-তে ভবিষ্যতেও তাঁকে দেখা যাবে না বলেই জানিয়ে দিলেন অভিনেতা। স্পষ্ট ভাষায় বললেন, “২০ কোটি টাকাও যদি আমাকে দেয়, তবুও যাব না।”

তবে শো-র প্রতি কোনও বিদ্বেষ নেই তাঁর। বরং প্রশংসা করেই বলেন, “তাতে আমার বলার কিছু নেই যে এটা খারাপ শো, বরং ভীষণ সফল। কিন্তু আমি নিজেকে একজন অভিনেতা বলেই দেখি, তাই ওই পরিবেশটা আমার সঙ্গে যায় না।”
পয়লা নম্বরে অরিজিৎ
বিশ্বের সংগীতমঞ্চে ইতিহাস গড়লেন অরিজিৎ সিং। আন্তর্জাতিক পপ আইকনদের পিছনে ফেলে স্পটিফাই (Spotify)-র সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক এখন বাংলার ছেলে! এই মুহূর্তে স্পটিফাই-তে তাঁর ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন—যেখানে আমেরিকান সুপারস্টার টেলর সুইফট রয়েছেন দ্বিতীয় স্থানে (১৩৯.৬ মিলিয়ন) এবং ব্রিটিশ গায়ক এড শিরান তৃতীয় (১২১ মিলিয়ন)।
সপ্তাহের শুরুতেই চার্টমাস্টার্স (Chartmasters) এবং ভোল্ট।এফএম (Volt.fm)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিলি আইলিশ (১১৪ মিলিয়ন), আর পঞ্চম স্থানে দ্য উইকেন্ড (১০৭.৩ মিলিয়ন)। এই শীর্ষ দশের তালিকায় আছেন আরও কিছু হেভিওয়েট নাম—আরিয়ানা গ্র্যান্ডে, এমিনেম, ড্রেক, ব্যাড বান্নি এবং জাস্টিন বিবার।

এগিয়ে যাচ্ছে ‘মেট্রো...ইন দিনও’
অনুরাগ বসুর নির্মিত ‘মেট্রো...ইন দিনও’ ধীরে হলেও জায়গা করে নিচ্ছে দর্শকদের মনে। প্রথম দিন মোটামুটি শুরু করেও, দ্বিতীয় দিনেই ছন্দে ফিরেছে এই মাল্টি-স্টারার রোম্যান্টিক ড্রামা। প্রথম দিনে আয় ছিল ৩.০৪ কোটি টাকা, আর শনিবারের সংগ্রহ ৬.৩৩ কোটি টাকা। সব মিলিয়ে দু’দিনে সিনেমাটির মোট আয় ছুঁয়েছে ৯.৫ কোটি টাকা। শনিবার সন্ধ্যা থেকে রাতের শোতে দর্শকসংখ্যা ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে রাতের শো-তে গড়ে ৪৭% দর্শক হল ভরিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—‘মেট্রো’ দেরিতে এলেও জমে উঠছে।
এই ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন বলিউডের একঝাঁক তারকা—সারা আলি খান, আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল। সম্পর্ক, একাকীত্ব আর শহুরে প্রেমের টানাপোড়েনকে নিয়েই বোনা হয়েছে ছবির গল্প।
