নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুমে চারিদিকে যেন ভালবাসার গন্ধ ছড়িয়ে। বসন্ত বাতাসে প্রেমের রঙ ছড়িয়েছে নতুন জুটি রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায়ের মনে। সদ্যই একে অপরকে মন দিয়েছেন তাঁরা। প্রথম প্রেম দিবস কীভাবে কাটাবেন এই তারকা জুটি?
প্রেমের সপ্তাহে নিজেদের মতো করে দারুণ কাটিয়েছেন তাঁরা। গোলাপ দিবসে রাজদীপকে একগুচ্ছ লাল গোলাপ দিতে দেখা যায় তন্বীকে। 'ভ্যালেন্টাইন'কে প্রেম দিবসে কী উপহার দেবেন নায়িকা? আজকাল ডট ইন-কে তিনি বলেন, "প্রেম দিবস নিয়ে খুব বেশি ভাবিনি। প্রত্যেকদিনই উপভোগ করার চেষ্টা করি।"
তন্বীর কথায়, "এই বছর অবশ্যই ভ্যালেন্টাইনস ডে একটু অন্যরকম। স্পেশাল প্ল্যান বলতে এখনও ভাবিনি। তবে নিজের হাতে কিছু রেঁধে খাওয়াতে পারি রাজদীপকে। এছাড়াও সারপ্রাইজ থাকবে ওর জন্য।"
তন্বী আরও বলেন, "ছোটবেলায় হাতে বানানো উপহারের রমরমা ছিল। এখন সময়ের অভাবে তা হয় না। আমি দু'জনের পছন্দ মতোই একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তবে রাজদীপ কী ভাবছে সেটা জানি না।"
দু'জনেই মাকে হারিয়ে একে অপরকে মনের জোর দিয়েছিলেন। সেই মনের জোর কাছাকাছি আনে তাঁদের। রাখঢাক বাদ দিয়ে সমাজমাধ্যমে দু'জনে রোমান্টিক মুহূর্ত তুলে ধরেন। ভালবাসা দিবসেও একইভাবে দু'জনকে আগলে রাখতে চান রাজদীপ-তন্বী।
