নিজস্ব সংবাদদাতা: আবারও এক ঐতিহাসিক গল্প নিয়ে আসছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'। স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করবেন সায়ন বসু। তাঁকে দর্শক শেষ দেখেছেন 'দুই শালিক'-এর 'গৌরব'-এর চরিত্রে।  

 

 

 

 

এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। প্রথমবার এক নেতিবাচক ঐতিহাসিক চরিত্রে রাজদীপ গুপ্তকে দেখবেন দর্শক। এছাড়াও এই মেগায় দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অমিতাভ ভট্টাচার্যকে। সামনে এসেছে চরিত্রদের প্রথম ঝলক। ঠিক হয়ে গিয়েছে এই ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণও।

 

 

 

এর মধ্যেই প্রকাশ্যে এল আরও এক নতুন চরিত্র। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে। জানা যাচ্ছে, তাঁর চরিত্রের নাম পরমেশ্বরী। তবে এই চরিত্র ইতিবাচক না নেতিবাচক হতে চলেছে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। তবে সামনে এসেছে এই চরিত্রে প্রিয়াঙ্কার লুক। আটপৌরে করে পরা লাল শাড়ি ও সোনার গয়নায় একেবারে সাবেকি রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। এবার অপেক্ষা পর্দায় তাঁর চরিত্রটি ফুটিয়ে তোলার।