নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। তবে কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য ঘিরেও মাঝে মধ্যে চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তিনি।

 

 

 

 

অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার হাত ধরে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন আবারও নাকি ছোটপর্দায় ফিরছেন মনামী। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? না, কোনও ধারাবাহিকের নায়িকা হয়ে নয়, বরং অন্য অবতারে ছোটপর্দায় ফিরছেন তিনি।

 

 

 

সান বাংলায় আসছে নতুন রিয়্যালিটি শো 'বাংলার চ্যাম্পিয়ন'। এই শোয়ে অংশগ্রহণকারী খুদে প্রতিযোগীদের নাচে কিংবা গানে পারদর্শী হতে হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই শো-এর জন্য অডিশন।‌ সূত্রের খবর, এই নতুন রিয়্যালিটি শো-এই বিচারকের আসনে দেখা যেতে পারে মনমীকে। 

 

 

 

এর আগেও স্টার জলসার নাচের রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার জানা যাচ্ছে, সান বাংলার এই নতুন শো-এর নতুন দায়িত্বে আসছেন অভিনেত্রী। মনামী ছাড়াও এই শো-এর বিচারকের আসনে দেখা যাবে নাচ এবং গানের জগতের বিশিষ্ট তারকাদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই রিয়্যালিটি শো।