নিজস্ব সংবাদদাতা: এখন বদলাচ্ছে ছবি, সিরিজের চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। নিজেদের নতুন করে আবিষ্কার করতে এই পথ ধরে এগিয়ে চলছেন তারকারাও।
তারকাদের টলিউড থেকে বলিউডে পাড়ি দেওয়ার কথা নতুন নয়। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথমবার বলিউডে কাজ করতে চলেছেন তিনি। সূত্রের খবর, পরিচালক দিগ্বিজয় সিং-এর হাত ধরে আসছে এক ক্রাইম থ্রিলার সিরিজ। ওই সিরিজেই আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।
গল্পে রহস্যের জট ছাড়াতে দেখা যাবে তাঁকে। সিরিজে রয়েছেন একাধিক বিশিষ্ট বলিউড তারকা। এটা মধুমিতার প্রথম হিন্দি সিরিজ যেমন, তেমনই তাঁকে এই প্রথমবার এই ধরনের চরিত্রে দেখবেন দর্শক। এর আগে কখনও সাধারণ মেয়ে, কখনও প্রেমিকা, কখনও আমার নিজের স্বত্বাকে প্রমাণ করার লড়াইয়ে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু এবার একেবারে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে পর্দা কাঁপাবেন তিনি।
জানা যাচ্ছে, ডিসেম্বরেই শুরু হবে শুটিং। ভোপাল ও মুম্বইয়ের আশেপাশের অঞ্চলে চলবে এই ক্রাইম থ্রিলারের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর মাঝামাঝি সময়ে হিন্দির প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।
