নিজস্ব সংবাদদাতা: 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। অল্প দিন চললেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে ব্যাপক ছিল। নায়িকা 'ডায়মন্ড'কে তাই আজও মনে রেখেছেন দর্শক।
এই ধারাবাহিক শেষ হওয়ার পর ডোনাকে সেভাবে আর দেখা যায়নি। একদিকে যখন অভিনেত্রীর ফেরার অপেক্ষায় আছেন অনুরাগীরা, অন্যদিকে আরেক সুখবর নিয়ে হাজির তিনি। নতুন কাজ নয়, জীবনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিলেন ডোনা। সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি ভাগ করলেন অভিনেত্রী।
প্রেমিক সায়ন্তন মুখোপাধ্যায়ের জন্মদিনে আদুরে পোস্ট করেছেন ডোনা। নিজেদের একসঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ভাগ করে প্রেমিককে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তবে এও জানিয়েছেন, সায়ন্তন শুধু তাঁর প্রেমিক নন, হবু স্বামীও বটে। কিন্তু কবে বিয়ে করছেন অভিনেত্রী? এর উত্তরও ওই পোস্টেই দিয়ে দিয়েছেন ডোনা। তিনি লেখেন, 'ও আমার প্রেমিক নয়, আমার হবু বর। তবে এখনই বিয়ে করছি না। আশা করি, আপনারা বুঝতেই পারছেন।'
ওই পোস্টে বিয়ের বিষয়টি এড়িয়ে গেলেও, অভিনেত্রীর অনুরাগীদের মনে প্রশ্ন থামছে না। হবু স্বামীর পরিচয় সামনে এনেছেন যখন, তখন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডোনা, এমনটাই দাবি নেটিজেনদের।
