নিজস্ব সংবাদদাতা: ছোটবেলা থেকেই এই ঘটনার শিকার, ১৪ বছর পর আবার টলিউডে ফেরা। তবে সময় বদলালেও পরিবেশ বদলায়নি। মেকআপের নামে শরীরের বিভিন্ন অংশ ছুঁয়েছেন বহু বছরের পুরনো রূপটান শিল্পী মহম্মদ ইউনুস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই কথা জানালেন অভিনেত্রী বিদিশা চক্রবর্তী।
বিদিশা লিখেছেন, "ছোটো থেকে অনেকগুলো বছর ফিল্ম, টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করে গিয়েছি। ১৪ বছর অন্য শহরে থাকার পর ফিরে এসেও কাজ করছি। এখন, প্রায় পঞ্চাশ বছর বয়সে এসেও পুরুষ সহকর্মীর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে? সেই পুরনো মুখ এখনও মুখোশ পরে মেকআপ করার নাম করে গায়ে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে? এত বছরেও পাল্টাল না? আমার একটাই প্রশ্ন- শুধুমাত্র মহিলা বলেই কি আমরা কাজের জায়গাতেও সুরক্ষিত থাকতে পারব না? মহম্মদ ইউনুসের কি কোনও শাস্তিই হবেনা? এর জবাব কে দেবে? টেকনিশিয়ান গিল্ড, ফেডারেশন কি কিচ্ছু জানেন না? নাকি জেনেও না জানার ভান করেন? 'গরীব' টেকনিশিয়ানের 'পেটে লাথি না মারার' বাহানায় আর কতদিন মহিলাদের বুকে ধাক্কা আর পিঠে হাত বোলানি খেতে হবে? ইনি কিন্তু মোটেই 'গরীব' নন। বড় বড় হাউসের প্রচুর বিজ্ঞাপন আর হিন্দি ছবির কাজ করেন নিয়মিত।"
প্রসঙ্গত, অভিনেত্রী বিদিশা চক্রবর্তীকে দর্শক শেষবার দেখেছেন জি বাংলার 'অষ্টমী' ধারাবাহিকে। গত শুক্রবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে এই ঘটনা ঘটে। ছোটবেলা থেকে চুপচাপ সহ্য করে গেলেও এবার তিনি মুখ খুললেন। অন্যায়ের বিরুদ্ধে কড়া শাস্তি দাবিও করলেন অভিনেত্রী।
