নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই শেষ হয়েছে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' এবং স্টার জলসার 'তোমাদের রাণী' ধারাবাহিক। সূত্রের খবর, এবার টেন্ট প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন এই দুই ধারাবাহিকের মুখ্য অভিনেতা-অভিনেত্রী নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং অভিকা মালাকার।
স্টার জলসার নতুন ধারাবাহিক 'আনন্দী'তে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের। তবে সেখানে অন্বেষার বিপরীতে দেখা যাচ্ছে ঋত্বিককে।
এবার অভিকার সঙ্গে জুটি বেঁধে আসছেন নীলাঙ্কুর। যদিও এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।
'তোমাদের রাণী' শেষ হওয়ার পর থেকেই 'দূর্জাণী' জুটিকে নতুন করে ফিরে পেতে চেয়েছিলেন দর্শক। তবে এই জুটিকে দেখা না গেলেও অভিকা ফিরছেন নতুন রূপে। সূত্রের খবর, গ্রাম্য মেয়ের চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে। কিন্তু নীলাঙ্কুরকে কোন চরিত্রে দেখা যেতে পারে তা এখনও জানা যায়নি। এর আগে একদম বিপরীত চরিত্র দেখা গেছিল অভিকাকে।
একাধিক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। শেষও হচ্ছে বেশ কিছু ধারাবাহিক। নতুন ধারাবাহিকে নতুন জুটির পাশাপাশি দেখা যাচ্ছে পুরনো জুটিদেরও। নীলাঙ্কুর-অভিকার এই নতুন জুটি কোন চ্যানেলে আসছে তা এখনও জানা যায়নি।
