নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল অভিনেতা গৌরব মণ্ডলের। তবে সেই সম্পর্ক ভাঙার পর, রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে আংটিবদল সারেন। তার পর থেকেই কাজ কমাতে থাকেন অভিনেতা। 

বাগদানের পর জানান খুব শীঘ্রই ডায়নার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। জানান কলকাতায় নয়, বিয়ে হবে বৃন্দাবনধামেই। সেখানেই সংসার পাতবেন গৌরব-ডায়না। জন্মসূত্রে রাশিয়ান এই নৃত্যশিল্পী আদপে মনেপ্রাণে ভারতীয়। এ দেশের সংস্কৃতি, সভ্যতার, কৃষ্টির প্রতি তাঁর টান।

কৃষ্ণের ভক্ত এই বিদেশিনী। ডায়নার বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমে মজেই বড় হয়ে ওঠা। এবার জীবনসঙ্গী বাছলেন পর্দার 'শ্রীকৃষ্ণ' গৌরবকে।

১৯ জানুয়ারি, রবিবার কথামতো বৃন্দাবনের শ্রী রং জি মন্দিরে গাঁটছড়া বাঁধেন গৌরব-চিন্তামণি। রাজকীয় সাজে চার হাত এক হয় দু'জনের। বাংলা কনের মতো এদিন হাতে শাঁখা-পলা পরতেও দেখা যায় চিন্তামণিকে।

 

শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে একে অপরের পাশে সারাজীবন থাকার শপথ নেন তাঁরা। সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি,ভিডিও ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।