নিজস্ব সংবাদদাতা: 'মির্জা'য় সুমিত-সাহিলের পরিচালনায় টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে। এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতার। ভরপুর অ্যাকশনে ঘেরা এই থ্রিলার ঘরানার ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক। তার মাঝেই এল নতুন ছবির ঘোষণা।
শুক্রবার, নিজের জন্মদিনে দর্শকের জন্য নতুন চমক নিয়ে হাজির অঙ্কুশ। শুধু জন্মদিন নয়, প্রেম দিবস উপলক্ষে ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি। কমেডির মিশেলে ফের একবার সুমিত-সাহিলের সঙ্গে জোট বাঁধছেন তিনি। ছবির নাম 'নারী চরিত্র বেজায় জটিল'।
ছবিতে 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে হাত মিলিয়ে অঙ্কুশও রয়েছেন যৌথ প্রযোজনায়। ছবির গানের দায়িত্বে থাকছেন ঈশান মিত্র। ছবির ঘোষণার ভিডিওর শুরুতেই অঙ্কুশের গলায় সাবধান বাণী শোনা যায়। অঙ্কুশ বলেন, "সকল পুরুষদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা বলুন তো নারীদের মন বোঝার জন্য সবচেয়ে জরুরি জিনিস কোনটি? একটু ভাবুন তো!"
ছবির মুখ্য চরিত্রে যে অঙ্কুশ থাকছেন তা বোঝাই যাচ্ছে। তবে এবার কে হচ্ছেন তাঁর নায়িকা? সেই বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি অভিনেতা।
