নিজস্ব সংবাদদাতা: উৎসবের আবহে টলিপাড়ায় যেন প্রেমের মরশুম। অষ্টমীর রাতে নতুন প্রেমিকের সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এক সঙ্গে বিজয়া কাটিয়ে প্রেমে সিলমোহর দিয়েছেন টলিপাড়ার চর্চিত জুটি শ্যামৌপ্তি-রণজয়। এবার নেটিজেনদের চোখ এড়ালো না আরও এক নতুন জুটি।
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একে অপরের সঙ্গে ছবি, ভিডিও নজরে পড়ে। এক সঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে ছুটির দিনে একে অন্যের পোষ্যের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁদের। দু'জনেই টলিপাড়ার প্রতিষ্ঠিত তারকা। এই মুহুর্তে জি বাংলার ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়ককে। অন্যদিকে ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এ আসতে চলেছে নায়িকার পরবর্তী সিরিজ। যদিও এখনও পর্যন্ত পর্দায় এক ফ্রেমে দেখা যায়নি তাঁদের।
ঘনিষ্ঠ সূত্রের খবর, বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে এগোন তাঁরা। যদিও এখনও পর্যন্ত গোপনেই রেখেছেন তাঁদের প্রেম। নিজেদের এখনও ভাল বন্ধু হিসাবেই পরিচিতি দেন তাঁরা। কিন্তু মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তাঁদের একসঙ্গে কাটানো মিষ্টি মুহুর্ত। এবার পুজোও একসঙ্গে কাটান এই জুটি। পুজোর খাওয়াদাওয়ার মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁরা। তাই এবার আর নেটিজেনদের চোখ এড়াতে পারেননি তাঁরা। কিন্তু নিজেদের সম্পর্ককে কবে স্বীকৃতি দেবেন এই জুটি? কবে প্রকাশ্যে আনবেন তাঁদের প্রেম? এখন এই উত্তরের অপেক্ষায় নায়ক-নায়িকার অনুরাগীরা।
