নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপির 'ফার্স্ট গার্ল' এখন 'পরিণীতা'। এই সপ্তাহেও ৮.০ নম্বরে 'বাংলা সেরা'র খেতাব জিতল 'পারুল-রায়ান'-এর গল্প। দ্বিতীয় স্থানে নম্বর বাড়িয়ে রয়েছে 'জগদ্বাত্রী'। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৫ । 'ফুলকি-রোহিত'-এর প্রেম উপচে পড়ছে এখন। ৭.৩ নম্বরে তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। 

 


চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে' ও 'গীতা এলএলবি'। একসঙ্গে দুই মেঘার প্রাপ্ত নম্বর ৬.৬। পঞ্চমে রয়েছে 'রাঙামতি তিরন্দাজ'। এই সপ্তাহে 'রাঙা-একলব্য'র জুটি পেয়েছে ৬.৫। 

 

 

গত সপ্তাহের মতো এবারও জায়গা হারিয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার 'কথা'। প্রথম পাঁচেও জায়গা পেল না এই মেগা। চলতি সপ্তাহে 'কথা-এভি'র ঝুলিতে আরও নম্বর কমেছে। পেয়েছে ৬.৪।

 


সপ্তমে ৫.৯ নম্বর পেয়ে রয়েছে 'উড়ান'। অষ্টমে রয়েছে 'মিত্তির বাড়ি' ও 'আনন্দী'। একদিকে, 'ধ্রুব-জোনাকি'র খুনসুটি দারুণ মনে ধরেছে দর্শকের। অন্যদিকে এখন সব বিপদ একসঙ্গে মোকাবিলা করতে হাত মিলিয়েছে 'আদি-আনন্দী''। চলতি সপ্তাহে দুই জুটির প্রাপ্ত নম্বর ৫.৫। নবমে ৫.২ পেয়ে রয়েছে 'গৃহ প্রবেশ'। টিআরপিতে এবার দশমে 'চিরসখা'। প্রাপ্ত নম্বর ৫.০।

 

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য‌ প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। এদিকে শেষ হচ্ছে জি বাংলার 'মালা বদল'। 'ঘটকদিদি' ও 'কাব্য উকিল'-এর এই মেগার শেষ দিনের শুটিংও হয়ে গিয়েছে।