নিজস্ব প্রতিনিধি: বছর শেষে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার জলসা ও জি বাংলা। জি বাংলার 'পরিণীতা'র মুখোমুখি এবার স্টার জলসার 'কথা'। তবে 'কথা'কে পিছনে ফেলে এগিয়ে গেল জি-এর আরও দুই ধারাবাহিক। 'ফুলকি' ও 'জগদ্ধাত্রী'। 

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বেশ কিছু ধারাবাহিকের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই নজরে এসেছে। এমনকি জি বাংলার নতুন ধারাবাহিক 'পরিণীতা'ও ছুঁয়ে ফেলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিককে। এবার টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করতে পারল না 'কথা'। তবে প্রথম হয়েছে স্টারের অন্য এক ধারাবাহিক। এবার ৭.৯ পেয়ে প্রথম স্থান পেয়েছে জি বাংলার 'ফুলকি' এবং স্টার জলসার 'গীতা এল এল বি'। 

দ্বিতীয় স্থানে জি বাংলার 'জগদ্ধাত্রী' পেয়েছে ৭.৮ নম্বর। আবার ৭.৭ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। জি বাংলার 'পরিণীতা' এবং স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। নতুন ধারাবাহিক হলেও টিআরপি তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছে জি বাংলার 'পরিণীতা'। ৭.৩ পেয়ে এবার বেশ খানিকটা পিছিয়ে 'উড়ান'। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ' পঞ্চম স্থানে জায়গা পেয়েছে। প্রাপ্ত নম্বর ৭.০। 

এবারের টিআরপি তালিকার প্রথম পাঁচে জি বাংলার চেয়ে স্টার জলসার ধারাবাহিকই বেশি জায়গা পেয়েছে। ৬.৯ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। ৬.২ পেয়ে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। স্টার জলসার 'তেতুলপাতা' এবং জি বাংলার 'আনন্দী'।  'শুভ বিবাহ পেয়েছে অষ্টম স্থানে। স্টার জলসার ওই ধারাবাহিকের নম্বর ৬.১। 

বেশ খানিকটা পিছিয়ে ৫.৬ পেয়ে এবার নবম স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক - 'রোশনাই' এবং 'অনুরাগের ছোঁয়া'। প্রথম থেকেই টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারছে না 'মিত্তির বাড়ি'। এবার ৫.৫ পেয়ে দশমে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক।