নিজস্ব সংবাদদাতা: ফের সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে জি বাংলার 'পরিণীতা'। ৮.৭ নম্বর পেয়ে আরও একবার 'বাংলা সেরা'র তকমা পেল 'পারুল-রায়ান'-এর গল্প। দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। এবারও প্রথম স্থান হাত ছাড়া হল 'ফুলকি'র। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৮। নম্বর বেড়েছে 'জগদ্ধাত্রী'র। তেমনই নম্বরে বেহাল দশা 'কথা'র। এই সপ্তাহে এই স্থানে রয়েছে তিন ধারাবাহিক 'জগদ্ধাত্রী','কোন গোপনে মন ভেসেছে' ও 'কথা'। একসঙ্গে এই তিন মেগার প্রাপ্ত নম্বর ৭.৪।
চতুর্থ স্থানে দুই ধারাবাহিক 'গীতা এলএলবি' ও 'রাঙামতি তিরন্দাজ'। কয়েক সপ্তাহ প্রথম স্থানে থেকেও এই সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে 'গীতা'র। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। পঞ্চমে রয়েছে 'উড়ান'। শুরু থেকেই প্রায় একই জায়গা ধরে রেখেছে এই মেগা। চলতি সপ্তাহে 'মহারাজ-পূজারিণী'র প্রাপ্ত নম্বর ৬.৪।
৬.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে 'শুভ বিবাহ'। সপ্তমেও দুই ধারাবাহিক। ৫.৯ নম্বরে রয়েছে 'রোশনাই' ও 'মিত্তির বাড়ি'। অষ্টমে ৫.৬ নম্বরে রয়েছে 'গৃহপ্রবেশ'। নবমে রয়েছে 'আনন্দী'। চলতি সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৬ নম্বর পেয়ে দশম স্থানে 'তেঁতুলপাতা'।
অন্যদিকে, দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সেরার সেরা হওয়ার লড়াইয়ে কোন ধারাবাহিক এগিয়ে থাকে এখন সেটাই দেখার।
