নিজস্ব সংবাদদাতা: নতুন ধারাবাহিক শুরু হতেই রদবদল টিআরপি তালিকায়। পুরনো মেগাকে টক্কর দিয়ে এগিয়ে এল নতুন মেগা। গত সপ্তাহে 'সেরার সেরা'র লড়াইয়ে একটু পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে ফের প্রথম স্থানে স্টার জলসার 'কথা'। প্রাপ্ত নম্বর ৭.২।
দ্বিতীয় স্থানে রয়েছে রয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। চলতি সপ্তাহে শ্যামলী-অনিকেত পার করল ৩০০ পর্ব। টিআরপি তালিকায় তাদের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৭.০ নম্বরে এই জায়গা দখল করেছে 'গীতা এলএলবি' ও 'পরিণীতা'। অল্পদিনেই দর্শকের মন জয় করেছে রায়ান-পারুলের গল্প। চতুর্থ স্থানে পরপর তিন ধারাবাহিক। 'জগদ্ধাত্রী', 'উড়ান' ও 'ফুলকি'র প্রাপ্ত নম্বর ৬.৯। হটাৎ নম্বর কমে বাকি দুই ধারাবাহিকের সঙ্গে এই স্থানে ফুলকি-রোহিতের কেমিস্ট্রি। পঞ্চমে ৬.৬ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার 'রাঙ্গামতি তিরন্দাজ'। একটু একটু করে জমে উঠেছে একলব্য ও রাঙ্গার সম্পর্কের রসায়ন।
ষষ্ঠ স্থানে রয়েছে 'আনন্দী'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তমে ৬.২ নম্বরে রয়েছে জলসার দুই ধারাবাহিক 'রোশনাই' ও 'তেঁতুলপাতা'। অষ্টমে 'শুভ বিবাহ', প্রাপ্ত নম্বর ৬.০। নবমে রয়েছে সদ্য শুরু হওয়া 'মিত্তির বাড়ি'। শুরুর সপ্তাহেই এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। দশমে ৫.৫ নম্বরে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'হরগৌরী পাইস হোটেল'।
পরপর দু'সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নেই জি বাংলার 'নিম ফুলের মধু'। ধারাবাহিকের গল্প এখন এগিয়েছে ২০ বছর। নয়া মোড়ে এসেছে বেশকিছু নতুন চরিত্র। গল্পের চমক কতটা মন কাড়তে পারে দর্শকের এখন সেটাই দেখার।
