নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্টার জলসা ও জি বাংলা। সমান তালে একে অপরকে টেক্কা দিয়ে 'সেরার সেরা'র দুই চ্যানেলের দুই ধারাবাহিক। চলতি সপ্তাহে একসঙ্গে প্রথম স্থানে দখল করেছে 'কথা' ও 'ফুলকি'। যৌথভাবে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। 


দ্বিতীয় স্থানেও দুই ধারাবাহিক। 'গীতা এলএলবি'র সঙ্গে ৭.৩ নম্বর নিয়ে এই জায়গায় রয়েছে নতুন ধারাবাহিক 'পরিণীতা'। শুরুর দিন থেকেই দর্শকের নজর কেড়েছে এই গল্প। পারুল ও রায়ানের কেমেস্ট্রি আদায়-কাচঁকলায় হলেও অল্প দিনে দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'জগদ্ধাত্রী'। অবশেষে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মিল দেখিয়ে চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৭.২ নম্বর। 


চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'উড়ান'। একটু একটু করে মহারাজ ও পুজারিণীর কাছে আসা দারুণ পছন্দ করেছেন দর্শক। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। পঞ্চমে ৬.৭ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। গল্পে ফের বিয়ের পিঁড়িতে বসেছে অনিকেত। শ্যামলীর ভালবাসা পাওয়ার জন্য তার সেই পদক্ষেপ কাজে আসবে কি? এই প্রশ্নের জেরে টিআরপিতে বেশ ভাল ফল করেছে এই ধারাবাহিক। 


ষষ্ঠ স্থানে দুই চ্যানেলের দুই ধারাবাহিক 'আনন্দী' ও 'রাঙ্গামতি তিরন্দাজ'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। ৬.৩ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে 'গৃহপ্রবেশ'। আদৃতের প্রেমে সাড়া দেবে কি শুভলক্ষ্মী? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগ্রহী দর্শক। অষ্টমে রয়েছে ৬.০ নম্বর পেয়ে রয়েছে 'শুভ বিবাহ'। ৫.৯ নম্বরে নবমে ঋষি-ঝিল্লির গল্প 'তেঁতুলপাতা'। দশমে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই'। প্রাপ্ত নম্বর ৫.৬। 


চলতি সপ্তাহে স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলের ধারাবাহিকই ভাল ফল করেছে। তবে শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকা থেকে ছিটকে গেল আদৃত-পারিজাতের 'মিত্তির বাড়ি'। জায়গা পেল না 'নিম ফুলের মধু'ও। যদিও একের পর এক নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টায় দুই ধারাবাহিক। আগামী সপ্তাহে কোনও বড়সড় রদবদল হয় কিনা এখন সেটাই দেখার।