সংবাদসংস্থা মুম্বই: প্রেমের মরশুমে সুখের জোয়ারে যেমন ভেসেছেন বহু তারকারা। ঠিক তেমনই মন ভেঙেছে অনেকের। কিন্তু কেলেঙ্কারিও বাদ যায়নি এই মরশুমে!
টলিপাড়া থেকে বলিপাড়ায় কেলেঙ্কারির অনেক গুঞ্জন শোনা যায়। মিথ্যে অভিযোগে প্রেমিককে ফাঁসানোর অভিযোগ উঠল এক টেলিভিশন তারকার উপর। ঘটনার সূত্রপাত হয় বেশকিছু বছর আগে। হিন্দি ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কে ২'-এর অভিনেতা পার্থ সামথান এক বিস্ফোরক অভিযোগ আনেন এক প্রযোজকের বিরুদ্ধে।
ওই ধারাবাহিকের সহ প্রযোজক বিকাশ গুপ্তের দিকে অভিযোগের আঙুল তুলে পার্থ জানান, তিনি নাকি শ্লীলতাহানির শিকার! এমনকী শুটিং ফ্লোরে নানাভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন পার্থ। তিনি জানান, বিকাশ তাঁর থেকে ক্রমাগত টাকা চাইছিল এবং তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছিল। যদিও এই বিষয়ে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীরা উল্টো সুর গেয়েছিলেন।
তাঁদের মতে, বিকাশ এবং পার্থ বহুদিন ধরেই সমকামী প্রেমের সম্পর্কে ছিলেন। সামান্য মান অভিমানে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যার ফলে নাকি এমন অভিযোগ করেন পার্থ। এই বিস্ফোরক অভিযোগের পরে নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন বিকাশ-পার্থ।
