সংবাদ সংস্থা মুম্বই: কোভিড-পরবর্তী বলিউডে দিনেশ ভিজান নতুন হরর-কমেডি ইউনিভার্স তৈরি করেছিলেন ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’-র মাধ্যমে। এবার সেই বিশ্বে যোগ হতে চলেছে একেবারে অন্যরকম এক অধ্যায়— ‘থামা’। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। মুখ্যভূমিকায় থাকছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং পরেশ রাওয়াল। ছবির পরিচালনায় আছেন আদিত্য সাতপোদার। 

 

সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ অগস্টের সপ্তাহান্তেই দর্শকদের সামনে হাজির হতে চলেছে 'থামা'-র প্রথম ঝলক, আর সেটি জুড়ে দেওয়া হবে হৃতিক রোশন ও এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘ওয়ার ২’-এর সঙ্গে। সহজ কথায়, ‘ওয়ার ২’ ছবির সঙ্গেই বড়পর্দায় হাজির হতে চলেছেন আয়ুষ্মান খুরানা।  ফিল্ম-এক্সিবিটরদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে ম্যাডক্স ফিল্মস প্রযোজনা সংস্থার । “ওয়ার ২'-এর বিশাল দর্শককে কাজে লাগিয়ে ‘থামা’ ইউনিভার্স-এর কথা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে চায় ম্যাডক্স ফিল্মস -জানিয়েছে এক সূত্র।

 

 

কী আছে ‘থামা’-য়? ‘থামা’ হতে চলেছে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এক ভ্যাম্পায়ার-কমেডি। আতঙ্ক আর মজারমিশেল থাকবে আগের ছবিগুলোর মতোই। কিন্তু এবার জমবে অন্যরকম উত্তেজনা— কারণ ভ্যাম্পায়ারদের সঙ্গে এবার আসছে ভেড়িয়া-ও! হ্যাঁ, ছবিতে থাকছে বরুণ ধবনের এক্সটেন্ডেড ক্যামিও, আর ‘নেকড়ে-মানুষ বনাম রক্তচোষা’ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন নির্মাতারা— ভবিষ্যতের এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে এই সংঘর্ষ যে আরও বড় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য!

এছাড়া, ‘থামা’-র টিজার আবার পরম সুন্দরী ছবির সঙ্গেও জুড়ে দেওয়া হবে, যা আবার ‘ওয়ার ২’-এর কয়েক সপ্তাহ পর মুক্তি পাবে।

 

প্রসঙ্গত, এই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’। আর মাত্র  কয়েক সপ্তাহ। তারপরেই মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মস-এর এই স্পাই থ্রিলার। তবে ছবির প্রচার শুরু হতে চললেও হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে একবারও প্রচারে আসছেন না! হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন—এক ফ্রেমে তাঁদের দেখতে পাবেন শুধু বড়পর্দায়।

যশ রাজ ফিল্মস সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হৃতিক-জুনিয়র এনটিআর-এর দুরন্ত সংঘর্ষটাই হল 'ওয়ার ২'-এর ইউএসপি। তাই ছবি মুক্তির আগে কোনওভাবেই দর্শক যেন হৃতিক ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে না দেখেন—এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে ছবির প্রচার । নিজেদের ছবি নিয়ে বরাবরই যশ রাজ ফিল্মস-এর প্রচার কৌশল একটু অন্যরকম। তাদের স্পাই ইউনিভার্স আগেও এমন একাধিক চমকপ্রদ পদক্ষেপ করেছে, যেমন—‘পাঠান’ মুক্তির আগে কোনও সংবাদমাধ্যমে একটিও সাক্ষাৎকার না দেওয়া, তবুও সেই ছবি বক্স অফিসে ইতিহাস গড়ে। সেই সূত্রের আরও দাবি – ‘ওয়ার ২’তে হৃতিক- জুনিয়র এনটিআরের এই সংঘর্ষ রক্তাক্ত, ধ্বংসাত্মক এবং একেবারে অ্যাকশন-প্যাকড হবে। দর্শক প্রথমে পর্দায় এই শত্রুতা দেখুন, তারপর ক্যামেরার পেছনে তাঁদের বন্ধুত্বের রসায়ন উপভোগ করুন—এটাই যশ রাজ ফিল্মস-এর মূল উদ্দেশ্য।

 

২০১৯-এর ব্লকবাস্টার ‘ওয়ার’-এর পরের পর্ব এটি। আর এই ছবির সুবাদেই এবার একেবারে স্পাই ইউনিভার্সে পা রাখলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। সঙ্গে তো রয়েইছেন হৃতিক রোশন। এবং কিয়ারা আদবানি। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন মুখার্জি।