সংবাদ সংস্থা মুম্বই: ‘স্ত্রী ২’-এর মারকাটারি বক্স অফিস সাফল্যের পর, ফের নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক দীনেশ ভিজান, যা সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম বড় চমক হতে চলেছে। বলিউডের হরর-কমেডি ব্রহ্মাণ্ডের আগামী সংযোজন ‘থামা’-তে  প্রথমবার একে অপরের বিরুদ্ধে নামছে ভ্যাম্পায়ার এবং ওয়্যারউলফ! আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মন্দনা-র এই ছবিতে থাকছে এক ধাক্কা দেওয়া চমক – ফিরছেন ‘ভেড়িয়া’ রূপে ফিরছে বরুণ ধাওয়ান!

 

 


মুম্বইয়ের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক আস্ত শহরের সেট তৈরি করে শুট করা হচ্ছে এই ছবির জন্য। বলা হচ্ছে, এখনও পর্যন্ত সেখানে  নাকি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য শুট হবে! এই বিশাল সেটেই শুরু হয়েছে এক ভয়ঙ্কর লড়াই – আয়ুষ্মানের রক্তপিপাসু ভ্যাম্পায়ার বনাম বরুণের বন্য ওয়্যারউলফ! সূত্রের খবর, ‘থামা’-তে আয়ুষ্মান বনাম বরুণের লড়াই স্রেফ একটি দৃশ্য নয়, এটি হতে চলেছে বলিউডের সুপারন্যাচারাল ইউনিভার্সের নতুন অধ্যায়ের সূচনা। 

 

বলিউডে হলিউড-স্ট্যান্ডার্ড ভিএফএক্স! ওই সূত্র আরও জানিয়েছেন, থামা-র এই লড়াইয়ের দৃশ্য এক নতুন অধ্যায় তৈরি করবে হিন্দি ছবির ইতিহাসে। বিশ্বমানের ভিজ্যুয়াল ইফেক্টস টিম কাজ করছে এই ছবিতে, যাতে বলিউডের দর্শকরা এক অবিশ্বাস্য সিনেম্যাটিক অভিজ্ঞতা পান।  শোনা যাচ্ছে, বরুণ ধাওয়ানের ক্যামিও থামা-র সবচেয়ে বিস্ফোরক মুহূর্ত হতে চলেছে। কারণ এই দৃশ্যের সূত্র ধরে খুলবে ভেড়িয়া ২-এর গল্পের দরজা। পাশাপাশি এই 'ভৌতিক ব্রহ্মাণ্ড'-এ যোগ হবে একাধিক নতুন চরিত্র!

 


সূত্রের খবর, আলিয়া ভাট ও কিয়ারা আদবানিও বরুণের সঙ্গে  যোগ দিচ্ছেন দীনেশ ভিজানের হরর-কমেডি ইউনিভার্সে – একদম টাটকা ও শক্তিশালী চরিত্রে! অর্থাৎ, ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘থামা’, ‘চামুন্ডা’ ও ‘শক্তি শালিনী’ মিলিয়ে বলিউড পেতে চলেছে নিজস্ব সুপারন্যাচারাল অ্যাভেঞ্জার্স! ছবি ঘিনিষ্ঠ এক সূত্রের দাবি,  ‘স্ত্রী ২’, ‘মুঞ্জ্যা’ এবং ‘ভেড়িয়া’-কে ছাপিয়ে যাবে ‘থামা’– গল্প, ছবির মাত্রা, ভিজ্যুয়াল, সবদিক থেকেই। ‘থামা’ হবে এক নতুন ঘরানার সূচনা, যেখানে বলিউডের হরর-কমেডি পাবে এক আন্তর্জাতিক মাত্রা!