জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর সম্প্রতি তাঁর ক্যানসার চিকিৎসা এবং আরোগ্যের যাত্রাপথ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে এক পডকাস্টে এসে তিনি লিভার ক্যানসারের চিকিৎসা, অস্ত্রোপচার এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
 

 


দীপিকা কক্কর জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি আরও একটি স্ক্যানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি এক ধরনের বিশেষ স্ক্যান যা সিটি স্ক্যানের মতোই, তবে এটি বিশেষভাবে শরীরে ক্যানসার কোষের উপস্থিতি বা বিস্তার চিহ্নিত করতে ব্যবহৃত হয়।

 

 


অভিনেত্রী বলেন, "সবচেয়ে ভাল দিক হল আমার ক্যানসার শুধুমাত্র টিউমারটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার শেষ ফাপি স্ক্যানে শরীরের অন্য কোথাও ক্যানসার কোষের সন্ধান মেলেনি।"

 


তাঁর চিকিৎসা প্রক্রিয়ার প্রসঙ্গে দীপিকা জানান যে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভারের প্রায় ২২ শতাংশ অংশ অপসারণ করা হয়েছে, যার মধ্যে ১১ সেন্টিমিটারের টিউমারটি ছিল। তাঁর কথায়, "১১ সেন্টিমিটারের একটি টিউমার-সহ আমার লিভারের প্রায় ২২ শতাংশ অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে, যা ক্যানসারটিকে সম্পূর্ণরূপে দূর করেছে।"

 

 


দীপিকা আরও উল্লেখ করেন, এত স্বাস্থ্যকর জীবনযাপন করা সত্ত্বেও তাঁর ক্যানসার ধরা পড়ায় চিকিৎসকরাও বিস্মিত হয়েছিলেন। তাঁর সার্জন চিকিৎসক সোমনাথ চট্টোপাধ্যায় বা পারিবারিক চিকিৎসকের কাছেও এর কোনও ব্যাখ্যা ছিল না।

 

 


অস্ত্রোপচারের পর দীপিকা বর্তমানে ওরাল টার্গেটেড থেরাপিতে আছেন, যা অনেকটা কেমোথেরাপির মতোই কাজ করে। এই চিকিৎসা আগামী দু'বছর ধরে চলবে, যার প্রধান উদ্দেশ্য হল ক্যানসার যাতে ফিরে না আসে তা নিশ্চিত করা। তিনি বলেন, "আমরা রক্ত ও টিউমার মার্কার পরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে আমার অবস্থার উপর নজর রাখছি, এবং এখন পর্যন্ত সব রিপোর্ট স্বাভাবিক আসছে। তবে এই টার্গেটেড থেরাপি দু'বছর চলবে, যাতে পুনরায় ক্যানসার না হয়। সে কারণেই পর্যায়ক্রমিক স্ক্যানগুলো জরুরি।"

 

 


ক্যানসারের চিকিৎসা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও পরিবার এবং আক্রান্ত ব্যক্তির উপর গভীর ছাপ ফেলে। দীপিকা তাঁর স্বামী শোয়েব ইব্রাহিমের প্রশংসায় পঞ্চমুখ হন। শোয়েব প্রতিটি ধাপে তাঁর পাশে থেকেছেন এবং প্রতিটি পরীক্ষার আগে উদ্বেগ থাকা সত্ত্বেও সাহস যুগিয়েছেন। সাক্ষাৎকারে দীপিকা দৃঢ়তার সঙ্গে বলেন, "অস্ত্রোপচারের পর যখন আইসিইউ-তে আমার চোখ খোলে, আমি নিজেকে বলেছিলাম, এখষ সম্পূর্ণ ঠিক আছি। যা ছিল, তা দূর হয়ে গিয়েছে এবং এখন আমাকে শক্তিশালী হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে হবে।"

 

 


দীপিকা কক্করের এই সাহসী পথচলা তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। বর্তমানে অভিনয় থেকে এখন আরও কিছুদিন দূরে থাকবে তিনি? কবে আবার তাঁকে পর্দায় দেখবেন দর্শক? এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, "আমি চাই কাজে ফিরতে। এমনকী চিকিৎসককেও জিজ্ঞেসা করেছিলাম যে কবে আবার অভিনয়ে ফিরতে পারব। কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি। যখনই চিকিৎসকদের থেকে অনুমতি পাব তখনই ফিরব। কারণ, অভিনয় আমার বেঁচে থাকার রসদ।"