নিজস্ব সংবাদদাতা: গত বছরই শোনা গিয়েছিল 'একেন বাবু' আবারও বড়পর্দায় ফিছেন। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজে  তাদের গন্তব্য ছিলেন পুরী। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাবেন বেনারসে।‌

 


আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। প্রযোজনায় 'হইচই স্টুডিও'। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। 'বাপি' ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, 'প্রমথ' ওরফে সোমক ঘোষ ও 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী ফিরেছেন শুটিং সেরে। 

 

 

সঙ্গে এনেছেন ছবির দমদার টিজার। এবারের রহস্য যে আরও জটিল তা স্পষ্ট হল প্রথম ঝলকেই। শুরুতেই একেন বাবুর 'মেজমামা'কে নিয়ে গাঁজাখুরি গল্প হাস্যরস তৈরি করল।‌ সঙ্গে চমক দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। বেনারসের শান্ত প্রাকৃতিক পরিবেশের ঝলকও ফুটে উঠল টিজারে। 

 


প্রসঙ্গত, এই প্রথম 'একেন বাবু' ফ্যাঞ্চাইজিতে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। একেন্দ্র সেনের এবারের রহস্যে যুক্ত হতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখ। এছাড়াও গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, বিশ্বনাথ বসু, ইশা সাহা, সাগ্নিক চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, শ্রীজা ভট্টাচার্য, কৌশিক হাফিজি-সহ আরও অনেকে।