নিজস্ব সংবাদদাতা: বড়পর্দায় মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে আসে প্রায় প্রতিটি ছবিই। কিন্তু এই হিসেবটা মিলল না তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ভটভটি'র ক্ষেত্রে।
ওটিটি প্ল্যাটফর্মে জায়গা না পেয়ে ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলা ছবির জন্য ওটিটির জায়গা কতটা, এবার এই বিষয়ে মুখ খুললেন তথাগত।
তিনি বলেন, "আজ থেকে দু'বছর আগে ১১ আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। অনেকগুলো হিন্দি সিনেমা আর বাংলা সিনেমার সঙ্গে। যথেষ্ট সংখ্যক হল না পাওয়া থেকে 'ভটভটি'র প্রিমিয়ার না হওয়া পর্যন্ত নানা ঘটনার সাক্ষী থেকেছে আমাদের গোটা টিম। তারপর দু'বছর কেটে গিয়েছে। বহু মানুষ জানতে চেয়েছেন কোথায় 'ভটভটি' দেখতে পাওয়া যাবে কিন্তু আমি উত্তর দিতে পারিনি। প্রযোজনা সংস্থার আভ্যন্তরিন সিদ্ধান্তের জন্য ছবিটি স্যাটেলাইট বা ডিজিট্যালি কোথাও দেখা যায়নি।"
পরিচালক আরও বলেন, "লেখক, পরিচালক হিসেবে আমার প্রথম সন্তান 'ভটভটি'। আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়। মুক্তির সময় থেকে দূর্ভাগ্য যার প্রতিনিয়ত সঙ্গী। আমার দৃঢ় বিশ্বাস 'ভটভটি'র এই ইউটিউব চ্যানেলে মুক্তি ছবিটিকে প্রাপ্য সম্মান এনে দেবে। ভটভটির সাথে জড়িত অনেক অভিনেতা ও টেকনিশিয়ানরা এক বছর ধরে এই সিনেমার নির্মানে যে নিরলস পরিশ্রম করেছিলেন অবশেষে তাঁরা তার স্বীকৃতি পাবেন।"
প্রসঙ্গত, 'ভটভটি’তে দেখা গিয়েছিল ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখকে। আগামী ১৬ আগস্ট প্রমোদ ফিল্মসের ইউটিউব চ্যানেল প্লুটো মিউজিকে মুক্তি পাচ্ছে ছবিটি।
ওটিটি প্ল্যাটফর্মে জায়গা না পেয়ে ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলা ছবির জন্য ওটিটির জায়গা কতটা, এবার এই বিষয়ে মুখ খুললেন তথাগত।
তিনি বলেন, "আজ থেকে দু'বছর আগে ১১ আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। অনেকগুলো হিন্দি সিনেমা আর বাংলা সিনেমার সঙ্গে। যথেষ্ট সংখ্যক হল না পাওয়া থেকে 'ভটভটি'র প্রিমিয়ার না হওয়া পর্যন্ত নানা ঘটনার সাক্ষী থেকেছে আমাদের গোটা টিম। তারপর দু'বছর কেটে গিয়েছে। বহু মানুষ জানতে চেয়েছেন কোথায় 'ভটভটি' দেখতে পাওয়া যাবে কিন্তু আমি উত্তর দিতে পারিনি। প্রযোজনা সংস্থার আভ্যন্তরিন সিদ্ধান্তের জন্য ছবিটি স্যাটেলাইট বা ডিজিট্যালি কোথাও দেখা যায়নি।"
পরিচালক আরও বলেন, "লেখক, পরিচালক হিসেবে আমার প্রথম সন্তান 'ভটভটি'। আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়। মুক্তির সময় থেকে দূর্ভাগ্য যার প্রতিনিয়ত সঙ্গী। আমার দৃঢ় বিশ্বাস 'ভটভটি'র এই ইউটিউব চ্যানেলে মুক্তি ছবিটিকে প্রাপ্য সম্মান এনে দেবে। ভটভটির সাথে জড়িত অনেক অভিনেতা ও টেকনিশিয়ানরা এক বছর ধরে এই সিনেমার নির্মানে যে নিরলস পরিশ্রম করেছিলেন অবশেষে তাঁরা তার স্বীকৃতি পাবেন।"
প্রসঙ্গত, 'ভটভটি’তে দেখা গিয়েছিল ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখকে। আগামী ১৬ আগস্ট প্রমোদ ফিল্মসের ইউটিউব চ্যানেল প্লুটো মিউজিকে মুক্তি পাচ্ছে ছবিটি।
