নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টিকে নতুন করে প্রাণ দিলেন জাতীয় পুরস্কার জয়ী ইমন চক্রবর্তী এবং ওপর বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব। রবিঠাকুরের এই গানকে নতুন রূপ দিয়েছেন মিউজিক কম্পোজার নীলাঞ্জন ঘোষ। আগামী ৬ আগষ্ট ২০২৪ এ মুক্তি পাবে 'তুমি রবে নীরবে'।
এই প্রসঙ্গে ইমন জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সঙ্গীত জীবনের মূল স্তম্ভ। ইমনের কথায় "তাঁর গানের কথা আমাকে শক্তি ও অনুপ্রেরণা দেয়। 'তুমি রবে নীরবে' আমার জন্য আরও বিশেষ। কারণ, এই প্রোজেক্টের সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধু স্বপ্নীল সজীব। আমাদের আগের গান 'তুমি কোন কাননের ফুল' ভীষণ জনপ্রিয় হয়েছিল। আমরা আবার আমাদের শ্রোতাদের মুগ্ধ করতে আসছি এই রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসে।''
'রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ," বললেন স্বপ্নীল সজীব। শিল্পী আরও বলেন, "প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই আমরা । এই বছর, আমি ও আমার প্রিয়বন্ধু ইমন চক্রবর্তী একসঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন কাজ নিয়ে পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন পূর্ণ হলো। আমি বিশ্বাস করি, আমাদের এই গান বিশ্বজুড়ে শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তাঁর সুন্দর পরিবেশনার জন্য। আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।''
নীলাঞ্জন ঘোষের অনন্য সঙ্গীত আয়োজন "তুমি রবে নীরবে" কে আরও আবেগময় সিম্ফনিতে রূপান্তরিত করেছে। এই কোলাবোরেশন শুধুমাত্র একটি সঙ্গীত প্রোজেক্ট নয়। এটি বন্ধুত্ব, শিল্পকর্ম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৌন্দর্যের উদযাপন।
এই প্রসঙ্গে ইমন জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সঙ্গীত জীবনের মূল স্তম্ভ। ইমনের কথায় "তাঁর গানের কথা আমাকে শক্তি ও অনুপ্রেরণা দেয়। 'তুমি রবে নীরবে' আমার জন্য আরও বিশেষ। কারণ, এই প্রোজেক্টের সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধু স্বপ্নীল সজীব। আমাদের আগের গান 'তুমি কোন কাননের ফুল' ভীষণ জনপ্রিয় হয়েছিল। আমরা আবার আমাদের শ্রোতাদের মুগ্ধ করতে আসছি এই রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসে।''
'রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ," বললেন স্বপ্নীল সজীব। শিল্পী আরও বলেন, "প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই আমরা । এই বছর, আমি ও আমার প্রিয়বন্ধু ইমন চক্রবর্তী একসঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন কাজ নিয়ে পরিকল্পনা করছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন পূর্ণ হলো। আমি বিশ্বাস করি, আমাদের এই গান বিশ্বজুড়ে শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তাঁর সুন্দর পরিবেশনার জন্য। আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।''
নীলাঞ্জন ঘোষের অনন্য সঙ্গীত আয়োজন "তুমি রবে নীরবে" কে আরও আবেগময় সিম্ফনিতে রূপান্তরিত করেছে। এই কোলাবোরেশন শুধুমাত্র একটি সঙ্গীত প্রোজেক্ট নয়। এটি বন্ধুত্ব, শিল্পকর্ম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৌন্দর্যের উদযাপন।
