নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্ত। এই মুহূর্তে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য় 'সূর্য'র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ইতিমধ্যেই এই ধারাবাহিক পার করেছে ৮০০ পর্ব। শুটিংয়ের পর সেটেই হয়েছে জমজমাট সেলিব্রেশন। সপ্তাহের প্রথমেই আরও একবার সেলিব্রেশন হতে চলেছে 'অনুরাগের ছোঁয়া'র সেটে। কারণ সোমবার, অর্থাৎ আজ দিব্যজ্যোতির জন্মদিন। সকাল থেকেই তাই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন নায়ক।
রবিবার ঠিক রাত বারোটায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান পর্দার 'দীপা'। অর্থাৎ তাঁর সহ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতির সঙ্গে একটা মিষ্টি ছবি ভাগ করে স্বস্তিকা লেখেন, "শুভ জন্মদিন হিরো। ভাল থাক,আনন্দে থাক।" অভিনেত্রীর এই পোস্টে দু'জনকে আবারও একসঙ্গে দেখে দারুণ খুশি তাঁদের অনুরাগীরা।
কিন্তু কিছুদিন আগেও টলিপাড়ায় গুঞ্জন চলছিল, দিব্যজ্যোতি-স্বস্তিকার নাকি মনোমালিন্য চলছে। তাই এই মুহূর্তে একে অপরের থেকে দূরে থাকছেন নাকি তাঁরা। এমনকী শুটিংয়ের পরে মুখ দেখাদেখিও প্রায় বন্ধ ছিল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করতে দেখা যায় তাঁদের। কিন্তু দিব্যজ্যোতির জন্মদিনে স্বস্তিকার এই পোস্ট যেন সবকিছু ভুলে আবারও কাছে আসার বার্তা দিল।
নায়িকার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে কেমন লাগল দিব্যজ্যোতির? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রতিটা শুভেচ্ছাই আমার কাছে খুব বিশেষ। স্বস্তিকার থেকে বার্থডে উইশ পেয়েও খুব ভাল লাগছে। আসলে আমরা খুবই ভাল বন্ধু। মাঝে যে গুঞ্জন উঠেছিল আমাদের ভুল বোঝাবুঝি নিয়ে সেটা কিন্তু গুজব। দু'জন বন্ধুর মধ্যে একটু কম কথা হলেই একসঙ্গে রিল ভিডিও না বানালেই নেটিজেনরা ভেবে নেন সম্পর্কে চির ধরেছে। কিন্তু তেমনটা নয়।"
প্রসঙ্গত, এক ধাক্কায় অনেক বছর এগিয়ে যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'র গল্প। এবার বড় হয়ে যাবে 'সোনা','রূপা'। তাঁদের ঘিরেই এগোবে গল্প। বড় 'রূপা'র চরিত্রে দেখা যেতে চলেছে দিতিপ্রিয়া রায়কে অন্যদিকে 'সোনা'র চরিত্রে দেখা যাবে নতুন মুখ সুকন্যা চক্রবর্তীকে।
