নিজস্ব সংবাদদাতা: স্বামী সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পরই নিজের জীবনে বড় বদল আনলেন স্ত্রী পৃথা চক্রবর্তী। কয়েকদিন আগেই নিজেদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন সুদীপ। যদিও শুরুতে এই খবরকে নিছক রসিকতা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি, তবে পরে আসল সত্যিটা জানান।
বিচ্ছেদের পরই সমাজমাধ্যমে নিজের নাম বদলে ফেললেন পৃথা। পৃথা থেকে এখন তিনি সঞ্চারী চক্রবর্তী। হঠাৎ কেন এই নাম বদল? এই প্রশ্ন করেছেন এক নেটিজেন, পৃথা সেখানে উত্তর দিয়েছেন, 'এটাই আমার আসল নাম'।
উল্লেখ্য সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তীর বিচ্ছেদের আইনি কাগজে সঞ্চারী নামেই সই করেছেন পৃথা, যা আগেই সামনে এসেছিল। যদিও বিচ্ছেদ হলেও তাঁরা আগের মতোই ভাল বন্ধু থাকবেন বলে দাবি জুটির।
স্টার জলসার ধারাবাহিক 'চিরসখা'র শুটিংয়ের মাঝে ছেলেদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় সুদীপকে। বহুদিন ধরেই তাঁদের বিচ্ছেদের মামলা চললেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে সুদীপ-পৃথাকে। এই ঘটনা টের পেতে দেননি ঘুনাক্ষরেও। তবে প্রথমবার বিচ্ছেদের কথা সামনে আনেন পৃথা নিজেই।
প্রথমদিকে তা মানতে না চাইলেও পরে অবশ্য সত্যিটা স্বীকার করে নেন অভিনেতা। পাশাপাশি এও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে কোনওকিছুই জানাতে চাননি তিনি। যেহেতু সবকিছু সামনে এসে গিয়েছে তাই আর লুকিয়ে রাখতে চান না। তবে সাফ জানান, এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হোক তা তার একেবারেই পছন্দ নয় তাঁর।
এমনকী বিচ্ছেদের পরও দুই ছেলের কথা ভেবে একই ছাদের তলায় থাকার কথা ভেবেছেন দম্পতি। সম্পর্কে তিক্ততা আনতে চাননি তাঁরা, সেই কারণেই শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ ও পৃথা।
