নিজস্ব সংবাদদাতা: 'বিষ্টু' ও 'লক্ষ্মী'কে মনে আছে তো? স্টার জলসার পর্দায় তাদের খুনসুটিতে মোড়া গল্প দেখতে দারুণ পছন্দ করতেন দর্শক। ধারাবাহিকের নাম 'সংসার সুখের হয় রমণীর গুণে'। প্রযোজনায় 'এসভিএফ'। 'বিষ্টু' ও 'লক্ষ্মী'র মিষ্টি রসায়ন আজও মনে থেকে গিয়েছে সিরিয়ালপ্রেমীদের। 

 

গ্রামের মেয়ে লক্ষীর সঙ্গে বিষ্টুর জোর করে বিয়ে দেয় তার পরিবার। বউকে একেবারেই মেনে নিতে পারে না সে। কিন্তু তাদের খুনসুটির মাঝে যে কখন একে অপরকে মন দিয়ে ফেলে বিষ্টু-লক্ষ্মী তা নিজেরাই বুঝতে পারে না। একে অপরের পাশে থেকে নানা বিপদ থেকে উদ্ধার করে পরিবারকে। কীভাবে দিনশেষে লক্ষ্মীর প্রেমে পড়ে বিষ্টু? সেই গল্পই দেখা গিয়েছিল ধারাবাহিকে। 

 

বহু বছর আগেই শেষ হয় এই মেগা। তবে দর্শকের থেকে যে বিপুল পরিমাণ ভালবাসা বিষ্টু-লক্ষ্মীর জুটি পেয়েছিল তা ভোলার নয়। তাই আরও একবার পর্দায় ফিরছে 'সংসার সুখের হয় রমণীর গুণে'। এই ধারাবাহিকে বিষ্টু-লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন শুকদীপ ঘোষ ও বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। এরপর যদিও আর শুকদীপকে দেখা যায়নি সেভাবে। কিন্তু বিজয়লক্ষ্মীকে দর্শক কিছুদিন আগে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'চিনি'র নায়িকার চরিত্রে। ফের একবার বিষ্টু-লক্ষ্মীর জুটিকে পর্দায় দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।